নাহিদ হাসান শামীম বিশেষ প্রতিনিধি
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের বিশেষ অভিযানে চোরা চালানের মাধ্যমে অবৈধ ভাবে নিয়ে আসা ৬৫ বস্তা ভারতীয় চিনি সহ গ্রেফতার হয়েছে ২ জন।
গতকাল রাত ১১:০৫ ঘটিকায় এসআই মোঃ ইকবাল হোসেন পিপিএম সংগীয় অফিসার ফোর্স সহ অভিযান পরিচালনা করে হালুয়া ঘাট থানাধীন ধারা বাজার থেকে চোরা চালানের মাধ্যমে অবৈধ ভাবে নিয়ে আসা ৬৫ বস্তা ভারতীয় চিনি সহ আসামি ১. মোঃ কামরুজ্জামান খান বাবুল (৫২) পিতা-মৃতঃ আজিজুজ্জামান খান, মাতা-মোছাঃ আনোয়ারা খাতুন, সাং-কুরুয়া পাড়া, ২. মোঃ আনোয়ার হোসেন (৩০) পিতা-মোঃ আঃ ছামাদ, মাতা-মোছাঃ আনোয়ারা খাতুন, সাং-দর্শাপাড়া, উভয় থানা-হালুয়া ঘাট, জেলা-ময়মনসিংহ ২ জনকে গ্রেফতার করা হয়।
এই সংক্রান্তে হালুয়া ঘাট থানায় মামলা রুজু হয়েছে এবং আসামীদের কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।