মো: হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ঃ ডিমলার সকলের পরিচিত মুখ, শ্রদ্ধেয় ব্যক্তি অহিদুল ইসলাম আর নেই (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। শনিবার (১৪ ডিসেম্বের) সকাল সাড়ে নয়টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যু বরন করেন। অহিদুল ইসলাম ডিমলা উপজেলা প্রশাসনের অফিস সহায়ক পদে চাকুরী করেন। তিনি একসময় ফুটবল খেলোয়ার ছিলেন। তিনি কাউকে কখনো ছোট করে দেখেননি তিনি একজন উদার মনের অীধকারী ছিলেন। মৃত্যু কালে স্ত্রী, ছেলে, কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে প্রেসক্লাব ডিমলার সভাপতি মিজানুর রহমান সবুজ, সাবেক সভাপতি সারোয়ার জাহান সোহাগ, সহ-সভাপতি কামরুজ্জামান মৃধা, সাধারন সম্পাদক রুবেল পারভেজ, যুগ্ম সাধারন সম্পাদক রেজোয়ান ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুল হাসান হাবিব, সাংগঠনিক সম্পাদক রিপন শেখ, কার্যকারী সদস্য আতিকুল ইসলাম আতিকসহ প্রেসক্লাব ডিমলা সকল সদস্যবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। সেই সঙ্গে মরহুমের আত্মার মাগফেরাত কামনা সহ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মরহুমের পারিবারিক সুত্রে জানা যায়, রাত ৮ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
শিরোনাম :
অহিদুল ইসলাম বাচ্চুর মৃত্যুতে প্রেসক্লাব ডিমলা শোকাহত!
- Reporter Name
- Update Time : ০৯:৩১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
- ২৯ Time View
Tag :
আলোচিত