নিজস্ব প্রতিবেদক-আজ “বিশ্ব ডায়াবেটিস দিবস ১৪ ই নভেম্বর” পালিত হয় রামগঞ্জ ডায়াবেটিস হাসপাতালে
মোঃ নুর হোসেন রিপন থানা প্রতিনিধি
১৪ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস
লক্ষীপুরের রামগঞ্জের “রামগঞ্জ ডায়াবেটিস হাসপাতাল” কর্তৃক আয়োজিত” বিশ্ব ডায়াবেটিস দিবস”।
আজকের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবসে উপস্থিত ছিলেন ডায়াবেটিস সমিতির সভাপতি জনাব মোঃ মোখলেসুর রহমান।
বিশ্বজুড়ে ডায়াবেটিস সম্পর্কে বিশ্বময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি ক্যাম্পেইন, যা প্রতিবছর ১৪ নভেম্বর অনুষ্ঠিত হয়। বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগ ব্যাপক হারে বেড়ে যাওয়ায়,বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সাল-এ ১৪ নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে।[১] এদিন বিজ্ঞানী ফ্রেডরিক বেনটিং জন্ম নিয়েছিলেন এবং তিনি বিজ্ঞানী চার্লস বেস্টের সঙ্গে একত্রে ইনসুলিন আবিষ্কার করেছিলেন।
পরে রামগঞ্জ ডায়াবেটিস হাসপাতাল থেকে একটি র্যালি বের হয়ে রামগঞ্জের বিভিন্ন সড়ক অবতরণ করেন।
উপস্থিত ছিলেন, ডা: মো:সারোয়ার জাহান, ডাক্তার মাহরুফা তাসমীন।
ডায়াবেটিস দিবসে পপুলার ফার্মার কার্ডিয়াক টিম মো: মোবারক হোসেন বলেন, ডায়াবেটিসের সচেতনার জন্য আজকে এই দিন পালন করা হয়।
ডাক্তার মোহাম্মদ সারোয়ার জাহান বলেন,
অনেক মানুষ আছে যাদের ডায়াবেটিস আছে তারা জানেই না তাদের ডায়াবেটিস আছে, তাই এই সচেতনার জন্য আমরা আজকে বিশ্ব ডায়াবেটিস দিন পালন করছি।
ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক জনাব মোঃ মাহবুব খান ফাহিম,
সম্মানিত সদস্যবৃন্দ হাজী শফিকুল ইসলাম, হাজী হোসেন আহমেদ, আবুল কালাম খোকা, জনাব আব্দুস সাত্তার লাতু, জনাব মোঃ দেলোয়ার হোসেন, জনাব শেখ মোঃ কামরুজ্জামান, আবুল বাশার সতু, হাজী শফিকুল ইসলাম, সুরাইয়া আক্তার শিউলি।
ডাকেশ্বরী মেডিকেল হলের প্রোপাইটার সমীর সাহা।
রামগঞ্জ ফার্মাসিটিক্যাল কোম্পানির প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন;- ড্রাগ ইন্টারন্যাশনাল এর জনার নাজমুল হাসান, অপসোনিনের শাহাদাত হোসেন, জে এম আই -মাহবুব খান, স্কায়ার – আব্দুল হামিদ, রোকন, এ সি আই মফিজুল, শিবলী, এভারেস্টের মহসীন, ডিবিএল এর মেহেদি ও অনেকেই।