তহিদুল ইসলাম মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
মণিরামপুর হরিহরনগর ইউনিয়নের বিনোদকাটি গ্রামের ক্যানসারে আক্রান্ত রুগীকে আর্থিক সহতা দিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপঃ কমিটির সদস্য, যশোর জেলা কৃষক লীগের সহ-সভাপতি ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর (০৫)মণিরামপুর আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এসএম ইয়াকুব আলী। সুত্রে জানাযায় আনন্দ টেলিভিশনের প্রতিনিধি নিজ ফেইসবুক আইডিতে ক্যানসারে আক্রান্ত রুগীর সহযোগিতা করার জন্য সমাজের বৃদ্ধমান ব্যক্তি বর্গের নিকট সহযোগিতা চাওয়া হয়।তারি সুত্রে আলহাজ্ব এসএম ইয়াকুব আলী আনন্দ টেলিভিশনের প্রতিনিধি রাশেদ আলী কে জানায়, তাকে সহযোগিতা করতে চান তিনি।আজ ২৭শে আগস্ট রবিবার দুপুরে,এসএম ইয়াকুব আলী তার নিজ অফিস সিটি প্লাজায় ডাকেন রাশেদ আলী ও আল-আমিন কে।
রাশেদ আলী ও আল-আমিনের মাধ্যমে আর্থিক সহতা প্রদান করেন এসএম ইয়াকুব আলী।এসময় দৈনিক আশ্রয় প্রতিদিন পত্রিকার প্রতিনিধি,ও আনন্দ টেলিভিশনের প্রতিনিধি এসএম ইয়াকুব আলীর নিকট, তার সহযোগিতা বিষয়ে জানতে চাইলে, এসএম ইয়াকুব আলী জানায় আসলে আমি সহযোগিতা করি না আমি ওসিলা মাত্র, আল্লাহ আমাকে দিয়ে অসহায় মানুষের সহযোগিতা করান।
এসময় উপস্থিত ছিলেন সাবেক মণিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন। ও দৈনিক আশ্রয় প্রতিদিন পত্রিকার মণিরামপুর উপজেলা প্রতিনিধি মোঃ তহিদুল ইসলাম।