Dhaka ০৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আরো দুই শতাধিক নিদর্শন নিয়ে উদ্বোধনের প্রতীক্ষায় নবাব ফয়জুন্নেছা জাদুঘরের নতুন গ্যালারী

  • Reporter Name
  • Update Time : ১১:৫৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
  • ১১২ Time View

কুমিল্লার লাকসামে নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি জাদুঘরে দুই শতাধিক নতুন নিদর্শন নিয়ে উদ্বোধনের প্রতীক্ষায় নতুন গ্যালারী। এ নিয়ে জাতীয় জাদুঘরের চুড়ান্ত প্রস্তুতি চলছে।

নবাব পরিবারের সদস্যদের সরবরাহকৃত হাতের আংটিতে থাকা ৩০ পারা কোরআন শরিফ, রুপজালাল গ্রন্থের হাতের লেখা মুল পান্ডুলিপি,ব্যবহৃত সুগন্ধি আতর ও আতরদানি, স্বর্ন-রৌপ্য রাখার সিন্ধুক,ফয়জুন্নেছা যে খাটে মারা গেছেন সেটি সহ প্রায় শতাধিক মহা মুল্যবান নিদর্শন ইতিমধ্যে জাদুঘরে হস্তান্তর হয়েছে।

হস্তান্তরের প্রতীক্ষায় রয়েছে স্বর্ন খচিত কোরআান, কস্টি পাথরের পিড়া, জামদানী শাড়ী, কাবা ও মদিনা শরীফের গিলাফের অংশ, যুক্তরাষ্ট্র থেকে সৈয়দা নাসরিন রাব্বানী ও সৈয়দা সাব্বিন ইকবালের প্রেরিতব্য মহা মুল্যবান সামগ্রী।

মাননীয় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের বরাদ্দকৃত ১কোটি টাকায় চলছে নবাব ফয়জুন্নেছার ব্যবহৃত পুকুরের সংস্কার, ঘাটলা মেরামত ও ওয়াকওয়ে নির্মানের কাজ। দর্শনার্থীদের জন্য মন্ত্রীর সুপারিশে নির্মাণ হবে ওয়াশব্লক ও সুপ্রেয় পানির ব্যবস্হা।

গত ২৫ এপ্রিল এক সাক্ষাৎকারে মোতাওয়াল্লী সৈয়দ মাসুদুল হক বলেন, এটি এখন আর আমাদের বসবাসের আবাসিক ভবন নয়। সরকার নিয়ন্ত্রিত লাকসামের নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ী জাদুঘর।

উল্লেখ্য, ২৫ এপ্রিল নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর বংশধররা
পশ্চিমগাঁয়ে অবস্থিত জাদুঘরে নিদর্শন হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন, নবাব ফয়জুন্নেছা ওয়াকফ স্টেটের মোতোয়াল্লী সৈয়দ মাসুদুল হক, সাবেক মোতোয়াল্লী সৈয়দ কামরুল হক, বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট এম এস দোহা, সাংবাদিক রিয়াদ ভূঁইয়া, জাতীয় জাদুঘরের উপ-পরিচালক মনিরুল হক, উপ-পরিচালক শওকত ইমাম খান, উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, ফয়জুন্নেসা জমিদার বাড়ি জাদুঘরের ইনচার্জ আনোয়ার হোসেন প্রমুখ।

নিদের্শন সংগ্রহ অনুষ্ঠানে ফয়জুন্নেছার বংশধররা বলেন, বিশ্বের বিভিন্ন দেশ বিদেশে অবস্থানরত আত্মীয়দের নিকট এ মহিয়ষী নারীর ব্যবহৃত ও সংগৃহীত অনেক মূল্যবান জিনিসপত্র রক্ষিত আছে।

পর্যায়ক্রমে এসব মূল্যবান জিনিসপত্র সংগ্রহ করে জাদুঘরে সংরক্ষণের জন্য হস্তান্তর করা হবে।

জাতীয় জাদুঘরের পক্ষ থেকে এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

নবাব ফয়জুন্নেছার বংশধরদের পক্ষ থেকে মাননীয় এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলামকে ধন্যবাদ জানানো হয় পশ্চিমগাঁও নবাব বাড়িতে জাদুঘর প্রতিষ্ঠার জন্য ।

মোঃ কামরুজ্জামান ভূঁইয়া রিয়াদ
লাকসাম, কুমিল্লা।
০১৮৭৯৭০৭০৯০

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

বোয়ালমারীতে চার বছর কর্মস্থলে না গিয়েও বেতন ভাতা নিচ্ছে উপ-স্বাস্থ্য কেন্দ্রের ঝুমা !

আরো দুই শতাধিক নিদর্শন নিয়ে উদ্বোধনের প্রতীক্ষায় নবাব ফয়জুন্নেছা জাদুঘরের নতুন গ্যালারী

Update Time : ১১:৫৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

কুমিল্লার লাকসামে নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি জাদুঘরে দুই শতাধিক নতুন নিদর্শন নিয়ে উদ্বোধনের প্রতীক্ষায় নতুন গ্যালারী। এ নিয়ে জাতীয় জাদুঘরের চুড়ান্ত প্রস্তুতি চলছে।

নবাব পরিবারের সদস্যদের সরবরাহকৃত হাতের আংটিতে থাকা ৩০ পারা কোরআন শরিফ, রুপজালাল গ্রন্থের হাতের লেখা মুল পান্ডুলিপি,ব্যবহৃত সুগন্ধি আতর ও আতরদানি, স্বর্ন-রৌপ্য রাখার সিন্ধুক,ফয়জুন্নেছা যে খাটে মারা গেছেন সেটি সহ প্রায় শতাধিক মহা মুল্যবান নিদর্শন ইতিমধ্যে জাদুঘরে হস্তান্তর হয়েছে।

হস্তান্তরের প্রতীক্ষায় রয়েছে স্বর্ন খচিত কোরআান, কস্টি পাথরের পিড়া, জামদানী শাড়ী, কাবা ও মদিনা শরীফের গিলাফের অংশ, যুক্তরাষ্ট্র থেকে সৈয়দা নাসরিন রাব্বানী ও সৈয়দা সাব্বিন ইকবালের প্রেরিতব্য মহা মুল্যবান সামগ্রী।

মাননীয় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের বরাদ্দকৃত ১কোটি টাকায় চলছে নবাব ফয়জুন্নেছার ব্যবহৃত পুকুরের সংস্কার, ঘাটলা মেরামত ও ওয়াকওয়ে নির্মানের কাজ। দর্শনার্থীদের জন্য মন্ত্রীর সুপারিশে নির্মাণ হবে ওয়াশব্লক ও সুপ্রেয় পানির ব্যবস্হা।

গত ২৫ এপ্রিল এক সাক্ষাৎকারে মোতাওয়াল্লী সৈয়দ মাসুদুল হক বলেন, এটি এখন আর আমাদের বসবাসের আবাসিক ভবন নয়। সরকার নিয়ন্ত্রিত লাকসামের নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ী জাদুঘর।

উল্লেখ্য, ২৫ এপ্রিল নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর বংশধররা
পশ্চিমগাঁয়ে অবস্থিত জাদুঘরে নিদর্শন হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন, নবাব ফয়জুন্নেছা ওয়াকফ স্টেটের মোতোয়াল্লী সৈয়দ মাসুদুল হক, সাবেক মোতোয়াল্লী সৈয়দ কামরুল হক, বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট এম এস দোহা, সাংবাদিক রিয়াদ ভূঁইয়া, জাতীয় জাদুঘরের উপ-পরিচালক মনিরুল হক, উপ-পরিচালক শওকত ইমাম খান, উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, ফয়জুন্নেসা জমিদার বাড়ি জাদুঘরের ইনচার্জ আনোয়ার হোসেন প্রমুখ।

নিদের্শন সংগ্রহ অনুষ্ঠানে ফয়জুন্নেছার বংশধররা বলেন, বিশ্বের বিভিন্ন দেশ বিদেশে অবস্থানরত আত্মীয়দের নিকট এ মহিয়ষী নারীর ব্যবহৃত ও সংগৃহীত অনেক মূল্যবান জিনিসপত্র রক্ষিত আছে।

পর্যায়ক্রমে এসব মূল্যবান জিনিসপত্র সংগ্রহ করে জাদুঘরে সংরক্ষণের জন্য হস্তান্তর করা হবে।

জাতীয় জাদুঘরের পক্ষ থেকে এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

নবাব ফয়জুন্নেছার বংশধরদের পক্ষ থেকে মাননীয় এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলামকে ধন্যবাদ জানানো হয় পশ্চিমগাঁও নবাব বাড়িতে জাদুঘর প্রতিষ্ঠার জন্য ।

মোঃ কামরুজ্জামান ভূঁইয়া রিয়াদ
লাকসাম, কুমিল্লা।
০১৮৭৯৭০৭০৯০