আশা’র উদ্যোগে মনোহরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রিয়াদ ভূঁইয়া লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি –
ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান এনজিও আশা’র প্রতিষ্ঠাতা শফিকুল ইসলাম চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জে সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে রোববার সকালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মনোহরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পূর্ব পার্শ্বে আশা’র সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রে ওই অনুষ্ঠানে এলাকার অসহায় দরিদ্র ও নিম্ন আয়ের প্রায় ৪ শতাধিক রোগীকে ফ্রী মেডিকেল ক্যাম্প,বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করা হয়। আশা জেলার ডিষ্ট্রিক্ট ম্যানাজার ফজলুল হকের সভাপতিত্বে ও ডাঃ আবদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আশার কেন্দ্রীয় বিভাগের ডিপুটি চিফ হেলথ্ অফিসার আফজাল হোসেন, খিলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মনোহরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল মতিন, সমাজসেবক আবদুল ওহাব প্রমুখ।
ছবিঃ এনজিও আশা’র উদ্যোগে মনোহরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প
মোঃ কামরুজ্জামান ভুঁইয়া রিয়াদ
০১৬৭২-৮৪২২৬৭
“একটি ওয়ান-ওয়ে বাইপাস রোড এনে দিতে পারে লাকসাম বাসীর স্বস্থির নিঃশ্বাস”
কুমিল্লা জেলাধীন ঐতিহ্যবাহী লাকসাম (বাইপাসে) যানজট সমস্যা বেড়েই চলছে। মাঝে মাঝে লাকসাম বাইপাসে যানজটের কবলে পড়ে সমগ্র লাকসাম শহর স্থবির হয়ে পড়ে যায়। এতে করে পুরো লাকসাম শহরের জনজীবন যেন থমকে যায়। এখানে নিচে গতকাল সন্ধ্যা লাকসাম বাইপাসের যানজটের চিত্রের কিছু অংশ তুলে ধরা হলো।
যানজটের কবলে পড়ে এখানকার জীবন প্রায় অবরুদ্ধ। এখানে ভবিষ্যৎ পরিকল্পনা না করেই লাকসাম বাইপাস সহ সকল রাস্তাঘাট নির্মাণ করা হচ্ছে। ফলে বর্তমানে ঘন জনবসতির কারণে এবং অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল-কলেজ ও অফিস-আদালত সৃষ্টির ফলে এখানকার রাস্তাঘাট হয়ে উঠেছে আরও সংকীর্ণ। সংকীর্ণ রাস্তায় অজস্র পণ্য যান চলতে গিয়ে সৃষ্টি হয় ভয়াবহ যানজট। লাকসামে গাড়ি পার্কিং-এর নেই কোন সুব্যবস্থা। যেখানে-সেখানে গাড়ি পার্কিংয়েও প্রচণ্ড বিঘ্ন ঘটে।
এই ভয়াবহ যানজট সমস্যা থেকে মুক্তি পেতে হলে সরকারকে অতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং লাকসামের (কুমিল্লা বিশ্বরোড – নোয়াখালী) বাইপাস সড়কটি শহরের বাহিরে অতি দ্রুত ওয়ান-ওয়ে রোড করার পদক্ষেপ নিলে লাকসামের জনগণ সরকারের নিকট সারাজীবন অতি কৃতজ্ঞ থাকতো। সরকারের পাশাপাশি