মাহবুবুল আলম সোহাগ, ময়মনসিংহ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
২৮ আগস্ট সোমবার, ঈশ্বরগঞ্জের লাটিয়ামারি এলাকায় ব্রক্ষ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। এমন অভিযোগের ভিত্তিতে সহকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাহবুবুর রহমান লাটিয়ামারি বালুঘাটে অভিযান চালান।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। এসময় ধাওয়া করে মোঃ শরীফ (২৩) নামের একজনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
ঘাটে বালু জব্দ করা করা হয়েছে। এসময় জব্দকৃত বালু প্রকাশ্য নিলামের মাধ্যমে ২২,৫০০ টাকা বিক্রয় করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।