[9:30 AM, 4/2/2024] +880 1817-201662: কক্সবাজার প্রতিনিধি
উখিয়ায় সংরক্ষিত বনের পাহাড় কেটে মাটি পাচারকালে আটকানোর চেষ্টার সময় ড্রাম্প ট্রাকের চাপায় বনবিট কর্মকর্তা হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন বন কর্মকর্তা, কর্মচারি সহ পরিবেশ ও বন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে কক্সবাজার শহীদ সরণীস্থ বিভাগীয় বন কার্যালয়ের সামনে আয়োজিত এক মানববন্ধনে এমন দাবি জানানো হয়েছে। আয়োজিত মানববন্ধনে কক্সবাজার চলাচলকারি অবৈধ ড্রাম্প ট্রাক বন্ধ করার দাবিও জানানো হয়।
প্রায় ৫ শতাধিক বন কর্মী ও সর্বস্তরের মানুষের উপস্থিতিতে আয়োজিত মানববন্ধনের শুরুতে নিহতের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এতে বক্তারা বলেন, কক্সবাজারে সংঘবদ্ধ চক্র বেপরোয়াভাবে পাহাড় কাটা অব্যাহত …
[10:44 AM, 4/2/2024] +880 1302-344098: পটুয়াখালীতে ১৩ বছরের শিশু ধর্ষন মামলার আসামি আটক।
মোঃযুবরাজ মৃধা পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- পটুয়াখালীতে চাঞ্চল্যকর শিশু ধর্ষনের অভিযোগে শফিক হাওলাদার (২২) নামের একজনকে আটক করেছে র্যাব-৮। আটককৃত শফিক সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের সিকেওয়াবুনিয়া গ্রামের বাসিন্দা জসিম হাওলাদার এর ছেলে।
মঙ্গলবার ২’রা এপ্রিল তথ্য প্রযুক্তির সহায়তায় পটুয়াখালী র্যার-৮,সিপিসি-১ কোম্পানি কমান্ডার এর একটি বিশেষ অভিযানীক দল বরিশাল মহানগরীর কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে জসিমকে আটক করে।
র্যাব-৮ এর কোম্পানী কমান্ডার মেজর সোহেল রানা জানান- গত ২৯ মার্চ সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নের তিতকাটা গ্রামের ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হলে বিষয়টি র্যাব-৮ এর নজরে আসে। পরে র্যাব-৮ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে আটক করে।
র্যাব সুত্রে – গত ২৯ মার্চ ১৩ বছরের এক শিশু পাশের বাড়িতে পিয়াজ আনতে গেলে অভিযুক্ত আসামী শিশুটিকে জোরপূর্বক ধর্ষন করে। পরে শিশুটির চিৎকারে স্থানীয়রা জড়ো হলে কৌশলে অভিযুক্ত আসাামী পালিয়ে যায়।
এ বিষয়ে ভুক্তভোগী শিশুর মা পটুয়াখালী সদর থানায় বাদী হয়ে একটি মামলা করেন। অভিযুক্ত আসামীর বিরুদ্ধে মামলার রুজু প্রক্রিয়াধীন