একই নামে অনলাইন নিউজ পোর্টাল খুলে পাঠকদের সাথে প্রতারণার অভিযোগ রয়েছে।
নাহিদ হাসান শামীম বিশেষ প্রতিনিধি, (নাটোর)-
০১৬৭৬-৪২৪৫২৩
রাজশাহীতে প্রতারণার মাধ্যমে একই নামে অনলাইন নিউজ পোর্টাল খুলে পাঠকদের সাথে প্রতারণা এবং পএিকার আসল মালিককে বিব্রতকর পরিস্থিতিতে ফেলায় নূরে ইসলাম মিলনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন।
সন্ধ্যা ৭.০০টায় গ্রীন সিটি প্রেসক্লাব, ভদ্রা,পদ্মা আবাসিক, চন্দ্রিমা, মহানগর, রাজশাহীতে।সংবাদ ২৪ ঘন্টা পোর্টালের আসল মালিক মোঃ মাসুদ রানা সুইট (৬৫) তিনি বলেন সংবাদ ২৪ ঘন্টা ডট কম নামক আমার একটি অনলাইন নিউজ পোর্টাল রয়েছে।
গত (১ ডিসেম্বর ২০১৫) সাল থেকে নিয়মিত এই অনলাইন নিউজ পোর্টালটি পরিচালনা করে আসছি। সম্প্রতী (১৩ জানুয়ারী ২০২৩) নূরে ইসলাম মিলন সংবাদ ২৪ ঘান্টা নামক একটি অনলাইন নিউজ পোর্টাল খুলে আমার অনলাইন পোর্টাল সংবাদ ২৪ ঘন্টা ব্যবহার করছে।
এ নিয়ে একদিকে পাঠক বিভ্রান্ত হচ্ছে অপরদিকে আমি বিব্রতকর পরিস্থির মধ্যে পড়েছি। বিষয়টি গত ১৮-০২-২০২৩ তারিখে আমার দৃষ্টি গোচর হয়। এরপরে আমার ছেলে আবুল হাসনাত বাদী হয়ে গত ২৪-০২-২০২৩ তারিখে বোয়ালিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এবং বলেন আমি নিউজ পোর্টাল নিয়ে কোন দ্বন্দে জড়াতে চাইনা। আমার প্রতিপক্ষ নূরে ইসলাম মিলন তাঁর পোর্টালের নাম এবং লোগো ব্যবহার করবে। তাতে আমার কোন আপত্তি নাই। তবে আমার পোর্টালের নাম লোগো ব্যবহার করলে তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আইন সংস্থা প্রয়োগকারী সংস্থা। এই বিষয়টি গণমাধ্যম কর্মীদের মাধ্যমে তুলে ধরবেন সেটাই ডার আবেদন।