“এবারই প্রথম বিশ্বকাপের গানে মডেল হলেন লাজুক”
বিনোদন প্রতিবেদক:
উদ্বোধনী ম্যাচ দিয়ে পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের ওপর। সেই উন্মাদনায় ভাসছে গোটা বিশ্ব। তাই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মনে একটা ঢেউ আছে। আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের ভক্তরা এদেশে সংখ্যাগরিষ্ঠ। বিশ্বকাপের মৌসুমে এই দুই দলের মধ্যে উত্তেজনা কখনোই বেশি ছিল না। এই উত্তেজনা লাজুক মনে হাওয়া দিল। আর্জেন্টিনা ফুটবল দল নিয়ে একটি গান প্রকাশিত হয়েছে। সেখানে মডেল হয়েছেন লাজুক তার বিপরীতে ছিলেন মারুফ। ‘বিশ্বকাপ তুলবো ঘরে’ শিরোনামের এই গানটির কথা ও সুর করেছেন আলামিন জমাদ্দা। আকাশ মাহমুদের সুরে গানটি গেয়েছেন রুমি রুশো ও রিপন মৃধা। গানটি নির্মাণ করেছেন সামির উদ্দিন। লাজুক বলেন, প্রথমবারের মতো বিশ্বকাপের কোনো গানে মডেল হয়েছি। এই কাজে সবকিছুই প্রথম। এখানে নায়ক ও পরিচালকের সঙ্গে আমার প্রথম কাজ। . গানটিতে বাংলাদেশের মানুষের উত্তেজনা এবং ফুটবল খেলার সার্বিক অবস্থা তুলে ধরা হয়েছে। উই ড্রামারের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে।