এম এ সাত্তার; কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার পৌরসভার কলাতলীতে অবস্থিত আবাসিক হোটেল ‘মরিয়ম রিসোর্ট’ থেকে অমিত বড়ুয়া (৩৪) নামের এক পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত পর্যটক অমিত বড়ুয়া চট্টগ্রাম বোয়ালখালীর শাকপুরা এলাকার বাসিন্দা রাজবিহারী বড়ুয়ার পুত্র। ৮ অক্টোবর সকাল ১১টায় মরিয়ম রিসোর্টের ১০৮ নম্বর রুমে উঠেন মৃত অমিত বড়ুয়া।
মরিয়ম রিসোর্টের ম্যানেজার জানান, শুক্রবার ( ১১ অক্টোবর) সকাল ১১টার দিকে অমিত বড়ুয়াকে চেক আউটের কথা স্মরণ করে দিতে গিয়ে তার রুমের দরজায় নক করে কোন প্রতি উত্তর পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে রুমের দরজায় জোরেশোরে বারবার আঘাত করলেও ভিতর থেকে কোনো সাড়া পায়নি। অথচ গেষ্ট রুমের ভিতরে অবস্থান করছেন, তা শতভাগ নিশ্চিত ছিলো সে। তাই, সন্দেহ বশত দেরি না করে দ্রুত বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ হোটেলে গিয়ে রুমে ঢুকে জানালার সাথে অমিত বড়ুয়ার ঝুলন্ত লাশ দেখতে পান। এসময় ট্যুরিস্ট পুলিশের মোবাইল টিমও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
যোগাযোগ করা হলে কক্সবাজার সদর থানার অফিসার্স ইনচার্জ ফয়জুল আমিন নোমান বলেন, পুলিশ লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। লাশের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর রহস্য সম্পর্কে জানা যাবে৷