Dhaka ১০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজার এর রামুতে সমির ধরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

  • Reporter Name
  • Update Time : ০৯:১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
  • ৫৪৪ Time View
কক্সবাজার এর রামুতে সমির ধরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
এম এস হান্নান ব্যুরো চীফ কক্সবাজার –
রামুর রাজারকুলে সমির ধর হত্যা কান্ডে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার (১৯ ফেব্রুয়ারী) বেলা ৩টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের পশ্চিম ধরপাড়া স্টেশনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে রাজারকুল ও উমখালী এলাকার চার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
এসময় বক্তারা জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান খোদেশতা বেগম রীনা, রামু উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি  তপন মল্লিক, উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি সুজন চক্রবর্তী, সাধারণ সম্পাদক বিকেনানন্দ শর্মা, রাজারকুলের ইউপি সদস্য এরশাদ উল্লাহ, সাবেক মেম্বার ছৈয়দ নূর, সয়ন ধর, সুকুমার ধর,বাহাদুর লাল ধর অজিত সহ প্রমুখ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) বেলা ১২ টার সময়  জমি সংক্রান্ত বিরোধের জের ধরে  বাবুল ধর ও তার পুত্র রিজন ধরের নেতৃত্বে মিঠন ধর,আপন ধর,মিঠু ধর,শিমুল ধর, মিঠু ধর,৭-৮ জনের একটি দল সমির ধর ,তাপস ধর ও সুকুমার ধরের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় চুরিকাঘাতে ঘটনাস্থলেই সমির ধর নিহত হন। তপস ধর বর্তমানে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
নিহতের ছেলে অষ্টম ধর বাদী হয়ে ৭ জনকে বিবাদী করে রামু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।রামু থানার মামলা নং ৩২/২০২৩ ধারা,১৪৩,৩২৩,৩২৬,৩০২,/৩৪ দঃবিঃ। ঘটনার দিন হত্যা মামলার ১নং আসামী রিজন ধর ও ২নং আসামী বাবুল ধরকে গ্রেফতার করেছে পুলিশ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

বোয়ালমারীতে চার বছর কর্মস্থলে না গিয়েও বেতন ভাতা নিচ্ছে উপ-স্বাস্থ্য কেন্দ্রের ঝুমা !

কক্সবাজার এর রামুতে সমির ধরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

Update Time : ০৯:১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
কক্সবাজার এর রামুতে সমির ধরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
এম এস হান্নান ব্যুরো চীফ কক্সবাজার –
রামুর রাজারকুলে সমির ধর হত্যা কান্ডে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার (১৯ ফেব্রুয়ারী) বেলা ৩টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের পশ্চিম ধরপাড়া স্টেশনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে রাজারকুল ও উমখালী এলাকার চার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
এসময় বক্তারা জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান খোদেশতা বেগম রীনা, রামু উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি  তপন মল্লিক, উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি সুজন চক্রবর্তী, সাধারণ সম্পাদক বিকেনানন্দ শর্মা, রাজারকুলের ইউপি সদস্য এরশাদ উল্লাহ, সাবেক মেম্বার ছৈয়দ নূর, সয়ন ধর, সুকুমার ধর,বাহাদুর লাল ধর অজিত সহ প্রমুখ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) বেলা ১২ টার সময়  জমি সংক্রান্ত বিরোধের জের ধরে  বাবুল ধর ও তার পুত্র রিজন ধরের নেতৃত্বে মিঠন ধর,আপন ধর,মিঠু ধর,শিমুল ধর, মিঠু ধর,৭-৮ জনের একটি দল সমির ধর ,তাপস ধর ও সুকুমার ধরের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় চুরিকাঘাতে ঘটনাস্থলেই সমির ধর নিহত হন। তপস ধর বর্তমানে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
নিহতের ছেলে অষ্টম ধর বাদী হয়ে ৭ জনকে বিবাদী করে রামু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।রামু থানার মামলা নং ৩২/২০২৩ ধারা,১৪৩,৩২৩,৩২৬,৩০২,/৩৪ দঃবিঃ। ঘটনার দিন হত্যা মামলার ১নং আসামী রিজন ধর ও ২নং আসামী বাবুল ধরকে গ্রেফতার করেছে পুলিশ।