এম এ সাত্তার: কক্সবাজার প্রতিনিধি
জীবিকার তাগিদে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে দূর্ঘটনার শিকার হয়েছে কিছু সংখ্যক মাছ ধরার ট্রলার। এ দূর্ঘটনায় মৃতের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। এ পর্যন্ত ৬ জনের লাশ ভেসে এসেছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এখনও নিখোঁজ রয়েছেন অসংখ্য মাঝিমাল্লা।
রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার পৌর শহরের সমিতিপাড়া এলাকায় এক জেলের মরদেহ ভেসে আসে। তবে এ মরদেহের নাম পরিচয় পাওয়া যায়নি।
সী সেইফ লাইফগার্ডের এক সুপারভাইজার জানান, খবর পেয়ে তারা সকালে লাশটি উদ্ধার করে পুলিশকে হস্তান্তর করেন। তার ধারণা, সাগরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত ট্রলার গুলোর মরদেহ ভেসে আসছে।
এর আগে গতকাল শনিবার সমিতিপাড়ায় ১টি ও ইনানীতে ২টি মরদেহ ভেসে আসে। তাছাড়া ইনানী সৈকত থেকে ১জন এবং কলাতলী পয়েন্ট থেকে ১জনের মরদেহ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত ৬ জেলের মরদেহ ভেসে এলো।
ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, দূর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে সাগরে মাছ ধরতে যাওয়া আটটি ফিশিং ট্রলারসহ ৭০ জেলে নিখোঁজ ছিল। এর মধ্যে কয়েকজনের মরদেহ পাওয়া গেছে। অন্যান্য জেলেদের ভাগ্যে কি ঘটেছে একমাত্র আল্লাহ পাক জানেন।