“কালাইয়ে নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময়”
মোঃ জাহিদুল ইসলাম , কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাট কালাইয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা তিথি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন । বৃহস্পতিবার (২০ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে অংশগ্রহণ করেন, কালাই প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম, কালাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুর ইসলাম, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান, আতাউর রহমান, মুনছুর রহমান, তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর, মো: মিজানুর রহমান, তাহরিম আল হাসান, আবদুন নূর নাহিদ, চঞ্চল বাবু , ফারুখ হোসেন, মোকাররম হোসাইন, জাহিদুল ইসলাম ও হারুনর রশীদ প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি বলেন, আপনাদের যে কোন তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমরা যেন একসাথে কাজ করতে পারি । সকলের সহযোগিতা নিয়ে কালাই উপজেলায় একসাথে কাজ করতে চাই। এর আগে তিনি পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় কর্মরত ছিলেন। সেকানে থাকা অবস্থায় জেলা পর্যায়ের শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে স্বীকৃতি লাভ করেন। জান্নাত আরা তিথি এর পর জয়পুরহাট কালাই উপজেলার ইউএনও হিসেবে ১৩ অক্টোবর ২০২২ যোগদান করেন।
মোঃ মোঃজাহিদুল ইসলাম।
কালাই, জয়পুরহাট
০১৭৮৫৩৫২৫৫৮
২০/১০/২২ খ্রী: