মোঃনজরুল ইসলাম ক্রাইম রিপোর্টার মৌলভীবাজার।
মঙ্গলবার (২১ মার্চ) সরেজমিনে বড়লেখা উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও মধ্য বাজার
সিএনজিচালিত অটোরিকশা সমিতির সভাপতি মোঃ সুমন আহমদ,কাছে, ভাড়া বেশি নেওয়া কারণ জানতে চাইলে তারা জানায়,বিয়ানীবাজার উপজেলার,
সিএনজি পাম্পে দীর্ঘ লাইন, অনেক সময় গ্যাস পাওয়া যায় না। তাছাড়া ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, সেজন্য, বড়লেখা থেকে বিভিন্ন জায়গায় তালিকা অনুযায়ী,
পুসাইনগর, কুলাউড়ার ভাড়া ৮০ টাকা, আছুরি ঘাট ৭০ টাকা, বড়লেখা থেকে মানিকসিংহ, ভুয়াইবাজার ৬০ টাকা, বাছিরপুর, জুড়ি ৫০ টাকা, হাতলিঘাট, চালবন্দ ৪০ টাকা বড়লেখা থেকে দক্ষিণ ভাগ ৩০ টাকা, রতুলী ২৫ টাকা, বড়লেখা থেকে কাঁঠাল তলী, বাউয়ার দোকান ১৫ টাকা, কাঁঠাল তলী থেকে কুলাউড়া ৭০ টাকা, রতুলী থেকে দক্ষিণ ভাগ ১০ টাকা রতুলী থেকে জুড়ি ৩৫ টাকা,বড়লেখা থেকে চান্দ্র গ্রাম ৩০ টাকা দাসের বাজার ২০ টাকা বড়লেখা থেকে গোয়ালটা বাজার ১৫ টাকা,করে নিচ্ছে,
যাত্রীরা বলছে, হঠাৎ করে ভাড়া বৃদ্ধি করে যাত্রীদের জিম্মি করে বেশি ভাড়া আদায় করছে। কিন্তু সেখানে দেখার কেউ নেই। আরো