কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি নিযুক্ত হওয়ায় আবু জাফর সিদ্দিকীকে সংবর্ধনা।
মিরপুর (কুষ্টিয়া) আশিক –
বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি নিযুক্ত হওয়ায় মাননীয় বিচারপতি মোঃ আবু জাফর সিদ্দিকীকে সংবর্ধনা দিয়েছেন তার এলাকাবাসী। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রামে অবস্থিত জাষ্টিস আবু জাফর সিদ্দিকী টেকনিক্যাল ইন্সটিটিউটে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ঢাকার মাননীয় বিচারপতি এ এন এম বশীর উল্লাহ, বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমান, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি এ কে এম জহিরুল হক,আন্তর্জাতিক যুদ্ধাঅপরাধ ট্রাইব্যুনাল ঢাকার মাননীয় বিচারপতি কে এম হাফিজুল আলম, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা কে এম টিপু সুলতান, কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম,ওয়েষ্টান ইঞ্জিনিয়ার প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব বশীর আহমেদ, দিশার নির্বাহী পরিচালক রবিউল ইসলাম, মিরপুর উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ, কুষ্টিয়ার মাননীয় জেলা দায়রা জজ শেখ আবু তাহের, ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক লিটন আলী,জাস্টিস আবু জাফর সিদ্দিকী টেকনিক্যাল ইনস্টিটিউটসভাপতি,ড.নারগিস, আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয় সাবেক সভাপতি,জুবদাতুন নেসা, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, আ,স,ম আক্তারুজ্জামান মাসুম, কুষ্টিয়া জেলা জজ কোর্টের পিপি এ্যাড: অনুপ কুমার নন্দী, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, এ্যাড: দেওয়ান মাসুদ করিম মিঠু, কুষ্টিয়া নাগরিক কমিটির
সভাপতি,ডাঃ মুসতানজিদ ।