মোঃ যুবরাজ মৃধা পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-
পটুয়াখালীর কুয়াকাটায় পাতি শিয়াল রান্না করে অতিথিদের আপ্যায়ন করেছেন মোঃ হারুন হাওলাদার নামের এক ব্যক্তি।
কুয়াকাটার নবীনপুর এলাকায় এ ঘটনা ঘটে। কুয়াকাটা পৌরসভা ৬ নং ওয়াড কাউন্সিলর মো. মজিবর হাওলাদার উপস্থিতিতে এসময় একটি জীবিত পাতি শিয়ালের বাচ্চা উদ্ধার করে এনিমেল লাভার অব পটুয়াখালীর সদস্যরা।
এনিমেল লাভার অব পটুয়াখালীর সদস্য মো কে এম বাচ্চু খলিফা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নবীনপুর এলাকায় অভিযান চালিয়ে একটি জীবিত পাতি শিয়ালের বাচ্চা উদ্ধার করা হয়েছে। পাতি শিয়ালের অন্য একটি বাচ্চা রান্না করে অতিথিদের আপ্যায়ন করা হয়েছে বলে শিকার করেন হারুন হাওলাদার।
তিনি আরও বলেন, আয়োজকদের বিশ্বাস, শিয়ালের মাংস খেলে শরীরের ব্যথা কমে যায় এবং অনেক রোগ ভালো হয়। তবে এটি সম্পূর্ণ ভুল ধারণা। বন্যপ্রাণী আটক করা বা খাওয়া অপরাধ জানালে তিনি তার ভুল শিকার করে মর্মে স্বাক্ষর করলে তাকে ছেড়ে দেওয়া হয়। এসময় একটি শিয়াল উদ্ধার করা হয়। রাতে জংগলে শিয়ালটি অবমুক্ত করা হবে।
কাউন্সিলর মো. মজিবর হাওলাদার বলেন, মূলত এরা সহজ সরল মানুষ। এরা না বুঝে ভুল কাজ করেছে। ভবিষ্যতে এ ধরনের আর কোনও কাজ করবে না মর্মে তারা মুচলেকা দিয়েছে।