বিশেষ প্রতিনিধি।একমণ ধানে মিলছে না এক কেজি গরুর গোস্ত, মাছের বাজারে আগুন সবজি কিনতে অস্বস্তি – এ কথাগুলো বললেন, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গোয়াতলা গ্রামের ক্ষুদ্র কৃষক ফরিদ মিয়, নজরুল ইসলাম ও জয়নাল আবেদীন জয়নাল। গতকাল সন্ধ্যায় ওই গ্রামের সড়কের পাশে এক মুদী দোকানে বসে টিভি ও চা প্রানের ফাঁকে আলাপ চারিতাকালে। জয়নাল আবেদীন জানান,এক মণ ধানে বাজারে নিয়ে বেঁচতে হয় ৭৫০ টাকা, অটোরিকশা ভাড়া ৩০ টাকা, এককেজি গরুর গোস্ত কিনতে হয় ৭৫০টাকা থেকে ৮০০ টাকা।ক্ষুদ্র কৃষক নজরুল ইসলাম বলেন,মাছের বাজারে আগুন। সবজিতে অস্বস্তি। ক্ষুদ্র কৃষক ফরিদ মিয়া বলেন, আমরা তো সপ্তাহ, মাসে ভালো খাবার খাইতে পারিনি। ঘরে ধান উঠলে, পরিবার পরজন প্রয়োজন নিয়ে ভালো কিছু খেতে ইচ্ছে করে। এ মৌসুমে বোর ধানের ফলন ভালো হলেও শ্রমিকের মজুরি বেশি হওয়া ক্ষুদ্র কৃষকরা হিমসিম খাচ্ছে।
শিরোনাম :
কৃষকের মুখে নেই হাসি এক মন ধানের বিনিময়ে পাচ্ছে না এক কেজি গরুর মাংস
- Reporter Name
- Update Time : ১১:০৭:০১ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪
- ২১৩ Time View
Tag :
আলোচিত