কেশবপুরে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
রনি হোসেন, কেশবপুর
কেশবপুরে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি কেশবপুর উপজেলা কমিটির আয়োজনে ১৯ ডিসেম্বর (সোমবার) সকালে পৌরশহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ওই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত সাধারণ সভায় বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি কেশবপুর উপজেলার সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির কেশবপুর উপজেলার সাধারণ সম্পাদক বাবু শংকর পাল ও সহ-সভাপতি এ কে আজাদ (ইখতিয়ার) এর যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঔষধ প্রশাসন অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক (এ.ডি) মোঃ নাজমুল হাসান, বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির কেন্দ্রীয় পরিচালক এ এম জামাল উদ্দীন (বিলু), বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি যশোর জেলার সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস শহীদ চাকলাদার (পান্নু)।
এছাড়াও অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির যশোর জেলা কমিটির নির্বাহী সদস্য শামীম আহম্মেদ রনি, গোলাম মোসাদ্দীক শান্তি, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রবীণ ঔষধ ব্যবসায়ী বাবু তপন কুমার ঘোষ মন্টু, আনিসুজ্জামান আনিস, আঃ সাত্তার, এনামুল হাসান ফিরোজ, আলহাজ্ব আমিনুল ইসলাম, সুশান্ত অধিকারী ও মিজানুর সিদ্দিক রানা প্রমূখ।
আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়াই কেশবপুরে আনন্দ উৎসব ও আয়োজন করেছে গণভোজ-ভুড়িভোজের আয়োজন।
রনি হোসেন, কেশবপুর –
তৃতীয়বারেরমত বিশ্বকাপের শিরোপা ঘরে তুললো লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। টান টান উত্তেজনার পর টাইব্রেকে ৪-২ গোলে ফ্রান্সকে হারায় মেসির দল। নির্ধারিত সময় ২-২ গোলে সমতায় ছিল খেলা। প্রথমার্ধে আনহেল দি মারিয়া ও লিওনেল মেসির গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। ম্যাচ শেষের মিনিট দশেক আগে কিলিয়ান এমবাপের জোড়া গোলে স্কোর ২-২ করে দেয় ফ্রান্স। অতিরিক্ত সময়ে আবারও গোল করেন মেসি। তার জবাবও দেন এমবাপে। ফলে স্কোর দাঁড়ায় ৩-৩ । এজন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তাতে জিতে ইতিহাস গড়েন মেসির আর্জেন্টিনা। আর এই খেলাকে কেন্দ্র করে বাংলাদেশের প্রতিটি জেলা,উপজেলা,গ্রামে মহল্লায় চলছে আনন্দ উৎসব। পিছিয়ে নেই কেশবপুরের মানুষে। টুনামেন্টের ফাইনাল খেলার দিন রোববার উপজেলা ব্যাপী গ্রাম-মহল্লা, শহর হাট-বাজারের মোড়ে মোড়ে তাইতো আয়োজন করেছে গণভোজ-ভুড়িভোজের আয়োজন।