শফিকুল ইসলাম সোহাগ ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় ৫২৫ গ্রাম গাঁজাসহ মো. হাবিবুর রহমান (২৭) নামে একজনকে আটক করেছে পুলিশ।
গত শনিবার উপজেলার খামারপাড়া ইউনিয়নের বোর্ডের হাট বাজার জামালের চায়ের দোকান থেকে গাঁজাসহ আটক করা হয়।
আটককৃত হাবিবুর উপজেলার কায়েমপুর শাহ্পাড়া এলাকার মো. সুলতান আলীর ছেলে।
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে থানার এসআই তসির ও সঙ্গীও ফোর্স তল্লাশি চালায়।
এ বিষয়ে খানসামা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক বলেন, আটক আসামীকে জেলা কারাগারে প্রেরণ করা হবে। যোগদান করার পর থেকেই উপজেলাকে মাদক-সন্ত্রাস মুক্ত করার অঙ্গীকার করেছি। মাদক নিয়ন্ত্রণে পুলিশ ও আনসার সদস্যদেরকে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। যুব সমাজকে মাদক থেকে মুক্ত রাখার জন্য পুলিশ বদ্ধপরিকর।