শফিকুল ইসলাম সোহাগ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি, দিনাজপুরের খানসামায় সুদারু রাজিয়া ও তার ছেলে মাদক ব্যবসায়ী ওয়ায়েজ কুরুনীর শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) জুম্মার নামাজের পরে উপজেলার খামারপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া এলাকার শিমুলতলী মোড়ে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন তারা।
এ সময় এলাকাবাসীরা তাদের বক্তব্যে বলেন, সুদারু রাজিয়া ও তার ছেলে মাদক ব্যবসায়ী ওয়ায়েজ কুরুনীর এলাকায় দীর্ঘদিন যাবৎ গাজা, ইয়াবা ও ফেনসিডিল ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে এলাকার উঠতি বয়সী এবং স্কুল-কলেজ পড়ুয়া ছেলেরা দিন দিন মাদকাসক্ত হচ্ছে এবং মাদকের দিকে ঝুকে পড়ছে। এ কাজে বাধা প্রদান করলে তারা বিভিন্ন উপায়ে এলাকাবাসীদের মিথ্যা মামলাসহ বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে আসছে।
মানববন্ধনে এলাকাবাসী তাদের সন্তানদের মাদকের ছোবল থেকে বাঁচার জন্য জরুরি ভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মাদকমুক্ত এলাকা গড়তে প্রশাসনের কাছে সহায়তা চান।
মানববন্ধনের বক্তব্য রাখেন, রেয়াজ উদ্দিন, নজরুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, মোস্তফা, খাদেমুল, লিটন, জাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন শিমুলতলী হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের সদস্যসহ এলাকাবাসী।