“খুলনার দাকোপের বাজুয়া চড়া নদীতে শুক্রবার পুরুষ এবং শনিবার মহিলা নৌকাবাইচ প্রতিযোগিতা”
মোঃ শামীম হোসেন – খুলনা –
খুলনার দাকোপের বাজুয়া চড়া নদীতে আগামী কাল ২৮-২৯ অক্টোবর শক্রবার (পুরুষ) ও শনিবার (মহিলা) নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুইদিন ব্যাপী গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে বাজুয়া চড়া নদের তীরে লাখো মানুষের ঢল নামবে। শুধু খুলনা শহরই নয় দূরদূরান্ত থেকেও দল বেঁধে সকল শ্রেণি পেশার মানুষ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা দেখতে চড়া নদের তীরে ভিড় জমাবে বলে আয়োজক কমিটির ধারণা। শুক্রবার (২৮ অক্টোবর) বিকাল ৪ টায় পুরুষ নৌকা বাইচ, ২৯ অক্টোবর শনিবার বিকাল ৪ টায় মহিলা নৌকা বাইচ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাঝিসহ ৭টি দল অংশগ্রহণ করবেন। শুক্রবার বিকেলে থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা শেষ হবে শনিবার মহিলা নৌকা বাইচের মধো দিয়ে। প্রতিযোগিতায় ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকারীদের জন্য পুরস্কার হিসেবে রয়েছে আকর্ষণীয় নানা রকম পুরুস্কার। দুই দিনের এই নৌকাবাইচ উপলক্ষে চড়া নদীর দুই পাড়ে বসবে গ্রামীন মেলা। অসংখ্য দোকান পাট ও শিশুদের বিনোদন জন্য হরেক রকমের পণ্যের সমাহার সাজিয়ে বসেছেন দোকানিরা। দুই পাড়ের মানুষের মনে বইছে অন্য রকম এক আনন্দের বন্যা। নৌকাবাইচের উৎসব মুখর পরিবেশ নিশ্চিতসহ বাইচকে কেন্দ্র করে যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় দাকোপ থানা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।
এ বিষয়ে লাউডোব ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ ও বাজুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানস কুমার রায় বলেন, ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ উপভোগ করতে বাজুয়ার চড়া নদীর পাড়ে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করেন।