মোঃ শামীম হোসেন – খুলনা প্রতিনিধিঃ-
বাংলাদেশ আওয়ামী যুবলীগ দাকোপ উপজেলা শাখার উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালনে আলোচনা সভা ও বৃক্ষরোপন করা হয়েছে। বুধবার বিকাল ৪ টায় দাকোপ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে জাতীর জনকের প্রতিকৃতিতে মাল্যদান, সকল শহীদের স্মরনে নীরবতা পালন ও তাদের আত্মার শান্তি কামনা করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিহির মন্ডল ও যুবনেতা রতন মন্ডলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন খুলনা জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়। বিশেষ বক্তা হিসাবে বক্তৃতা করেন খুলনা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ। আালোচনা সভায় অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগনেতা নান্টু রায়, রবার্ট নিক্সন ঘোষ, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, চালনা পৌরসভা আ.লীগের সভাপতি শফিকুল ইসলাম আক্কেল, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, জয়ন্তী রানী সরদার, জেলা যুবলীগনেতা মোঃ জলিল তালুকদার, মোঃ হারুন অর রশিদ, তরিকুল ইসলাম সুমন, বিধান রায়, হাবিবুল্লাহ বাহার হাবিব, তানিউর রহমান সানি, কবির আহমেদ মনা, আমিনুল ইসলাম শাওন, আমিরুল ইসলাম বাবু, আরাফাত হোসেন, অভিজিৎ রায়। বক্তৃতা করেন উপজেলা আ’লীগনেতা সরোজিত রায় কুঞ্জু, অধ্যাপক সুপদ রায়, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক জি এম রেজা, সদস্য সচীব উত্তম রায়, দাকোপ উপজেলা যুবলীগনেতা আফজাল হোসেন খান, আব্দুল্লাহ আল মাসুম, রবার্ট হালদার, জাহিদুর রহমান মিল্টন, সঞ্জিব রায়, বিধান বিশ্বাস, তাপস জোয়াদ্দার, মেহেদী হাসান বুলবুল, শান্ত মিস্ত্রি পাবক, গৌতম সরকার কাকন, আরাফাত আজাদ, সুরঞ্জন মন্ডল, মহাদেব মন্ডল, সোহাগ শেখ, প্রসাদ বৈদ্য, রনি গাজী, রিয়াদ শেখ, পারভেজ শেখ, ইকরামুল শেখ, অনুপম আদিত্য সরকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিটন সরদার প্রমুখ। এর আগে জাতীয় শোক দিবসের কর্মসূচীর অংশ হিসাবে বেলা ১২ টায় নেতৃবৃন্দ চুনকুড়ি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বাজুয়া ইউনিয়ন যুবলীগের আয়োজনে আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচীতে অংশ নেন। এ সময় ইউনিয়ন যুবলীগের সভাপতি হিমাদ্রী সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিলীপ বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা নেতৃবৃন্দসহ অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাজুয়া ইউপি চেয়ারম্যান মানস রায়, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মীর্জা সাইফুল ইসলাম টুটুল, পরিমল রপ্তান, স্কুল পরিচালনা কমিটির সভাপতি সুজিত রায়, শিক্ষক নিত্যনন্দ রায়, সবিতা রায়, ইউপি সদস্য অসীম রায়, সুকুমার জোয়াদ্দার, বরুন পাইক, প্লাবন রায়, কংকন রায় প্রমুখ। সভা শেষে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন করা হয়।