খুলনার দাকোপে শতর্বষী বিদ্যাপিট বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সম্পূর্ণ
মোঃ শামীম হোসেন- খুলনা
খুলনার দাকোপের শতর্বষী বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে নির্বাচন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যেও দিয়ে সম্পূর্ণ হয়েছে। উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিস সুত্রে জানা য়ায়, ১৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ৫২৫। নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে মির্জা সাইফুল ইসলাম টুটুল প্রাপ্ত (২৪৯) ভোট পেয়ে ১ম রজত কান্তি গাইন প্রাপ্ত (২০৯)ভোট পেয়ে ২য় সজল ব্রহ্মচারী প্রাপ্ত ভোট পেয়ে (১৯৩) ৩য় উৎপল কুমার মন্ডল প্রাপ্ত ভোট পেয়ে ( ১৮৪) ৪র্থ হয়েছেন। পরাজিত প্রার্থী অশোক দাস পেয়েছেন ১২৩ নারায়ন চন্দ্র রায় ১৪০ নিহার রঞ্জন মন্ডল ১১১ রাসেল মন্ডল ১০২ মহিলা প্রার্থী বর্ষা বিশ্বাস সর্বোচ্চ (৩১২) ভোট পেয়ে নির্বাচিত ও পরাজিত প্রার্থী বিথীকা মন্ডল পেয়েছে (১২১)ভোট। নির্বাচনে প্রিজাইটিং অফির্সারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সোহেল হোসেন।