মোহাম্মদ আকাশ বান্দরবান জেলার ক্রাইম রিপোর্টার ।
গণ সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বান্দরবান জেলা কৃষকলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয।
গত ১৮ তারিখ জনগণের প্রিয়নেতা পার্বত্য বীর সম্প্রীতির পিতা বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয় কে এক বিশাল নাগরিক সংবর্ধনা দেওয়ার লক্ষ্যে বান্দরবান জেলা কৃষকলীগ কর্তৃক আয়োজিত প্রস্তুতি সভা বান্দরবান জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বান্দরবান জেলা কৃষকলীগের সভাপতি প্রজ্ঞাসার বড়ুয়া পাপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বতী জেলা পরিষদের সম্মানিত সদস্য বাবু লক্ষ্মীপদ দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর কনসিলার জনাব সেলিম রেজা। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল আলম বাবু সহ জেলা কৃষক লীগের নেতৃবৃন্দ, উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ ও পৌরসভা কৃষকলীগের নেতৃবৃন্দ। প্রধান অতিথি বাবু লক্ষীপদ দাস বলেন প্রিয় নেতা বাবু বির বাহাদুর উশৈসিং এমপি মহোদয় কে প্রতিবারের মতো এবারও বিশাল এক গণসংবর্ধনা দেওয়ার আয়োজন করেছে বান্দরবান জেলা আওয়ামী লীগ। এই সংবর্ধনা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মানবতার মা, গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নেত্রি আমাদেরকে আবারও ভালো কিছু দিবেন।আমাদের হতাশ হওয়ার কিছুই নেই,নেত্রীর প্রতি আমাদের ভরসা আছে।