“গৌরীপুরে আ.লীগের সভাপতি ও সম্পাদককে সংবর্ধনা দিলেন বীর মুক্তিযোদ্ধারা”
আব্দুর রউফ দুদু, গৌরীপুর, (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধার সন্তান এডভোকেট নিলুফার আনজুম পপি ও সাধারণ সম্পাদক বাবু সোমনাথ সাহাকে সংবর্ধনা দিয়েছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও সন্তানবৃন্দ। রবিবার (১৩ নভেম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা দেয়া হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক (ইউএনও) হাসান মারুফের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হাশিমের কন্যা ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের সহধর্মীনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি, সাধারণ সম্পাদক বাবু সোমনাথ সাহা, আওয়ামীলীগ নেতা ডা. হেলাল উদ্দিন আহমেদ, আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধার সন্তান হারুনর রশীদ প্রমুখ।