চিলাহাটি (নীলফামারী) প্রতিনিধি :
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী সিরাজুল ইসলামের পৃষ্ঠপোষকতায় ডোমার উপজেলার বোড়াগাড়ীতে ২০০ জন দুস্থ-অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার প্রশিকা বোড়াগাড়ি অফিস কার্যালয়ে প্রশিকা ডোমার উন্নয়ন এলাকা ব্যবস্থাপক পঙ্কজ কুমার মহন্তোর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোড়াগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উপ-পরিচালক কামরুজ্জামান ছামাদ,নীলফামারী ও পঞ্চগড় জোন বিভাগীয় ব্যবস্থাপক আলহাজ উদ্দিন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র বোড়াগাড়ী শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম।