বাঁশখালী মডেল মাদ্রাসায় হিফজ সমাপনী ৯ হাফেজকে পাগড়ি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রেজাউল আজিম, বাঁশখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বাঁশখালী জলদী দারুল কারীম মাদরাসার ৩ দিন ব্যাপী মাহফিলের শেষ দিন ২১ জানুয়ারি শনিবার হিফজ সমাপনী ছাত্র-ছাত্রীদের পাগড়ি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি থেকে ছাত্রদের পাগড়ি পরিয়ে দেন আল-জামেয়া পটিয়ার প্রধান পরিচালক আল্লামা ওবায়দুল্লাহ হামজা সাহেব হুজুর। এসময় আবদুল মাবুদ ফাউন্ডেশনেরে চেয়ারম্যান জনাব খোরশেদ আলমসহ ওলামায়ে কেরাম ও অতিথিরা উপস্থিত ছিলেন।
গত ১৯, ২০, ২১ জানুয়ারী বৃহস্পতি, শুক্র ও শনিবার অনুষ্ঠিত ৩ দিন ব্যাপী দারুল কারীম মাদরাসার বার্ষিক মাহফিলে দেশের জনপ্রিয় ওয়ায়েজ মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিক কুয়াকাটা, পটিয়া মাদরাসার প্রধান পরিচালক আল্লামা ওবায়দুল্লাহ হামজা, আল্লামা আজিজুল হক আল মাদানী, মুফতি সাঈদ আহমদ কলরব, চাম্বল মাদরাসার পরিচালক আল্লামা শাহ আবদুল জলিল, আল্লামা শাহ আহমদ হাছান, আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারী, আল্লামা কাজী আকতার হোসাইন, বসুন্ধরা মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুফতি মাহমুদ আনোয়ার, মাওলানা নুরুল কাদের শাকের, মাওলানা মুফতি ওবায়দুল্লাহ রফিকী, মাওলানা খালেদুর রহমান, জামেয়া দারুল মা আরিফ আল ইসলামিয়ার মুহাদ্দিস মাওলানা মুজিবুর রহমান প্রমুখ ওলামারা উপস্থিত ছিলেন।
এবছর দারুল কারীম মাহফিলে ৬ জন ছাত্র এবং ৩ জন ছাত্রী হিফজ সম্পন্ন করেন। এর মধ্যে নাদিয়া সুলতানা আজিজা নামের ছাত্রীটি মাত্র ৫ মাসে হিফজ সম্পন্ন করেন। ছাত্রদের পাগড়ি প্রদান করা হলেও ছাত্রীদেরকে দেয়া হয় সম্মাননা ক্রেষ্ট।
হিফজ সমাপনী ছাত্রছাত্রীরা হলেন, নুরুল মোস্তফা জুনায়েদ, পিতাঃ হফেজ নূর মোহাম্মদ জসিম, সাং পশ্চিম বাহারুল্লাহ পাড়া, জলদী, বাঁশখালী পৌরসভা, চট্টগ্রাম, মোহাম্মদ মিশকাত, পিতাঃ মোহাম্মদ শাহজাহান, সাং পশ্চিম চাম্বল, বাঁশখালী চট্টগ্রাম। রেজাউল আজিম বাদশা, পিতাঃ মরহুম সৈয়দুল আলম, সাং উত্তর জলদী, বাঁশখালী, চট্টগ্রাম।
শরিফুল ইসলাম, পিতাঃ আমির হোসাইন, পশ্চিম চাম্বল বাংলাবাজার, বাঁশখালী, চট্টগ্রাম। আবুল হাসনাত রায়হান, পিতাঃ মোহাম্মদ আবু মুছা, সাং পশ্চিম বুরমছাড়া। মোহাম্মদ আবদুল্লাহ সানী, পিতাঃ জসিম উদ্দীন, সাং পশ্চিম ছনুয়া। ছাত্রীরা হলেন, সিফাত আক্তার, পিতা, মোস্তফা আলী, সাং আশকরিয়া, বাঁশখালী পৌরসভা, চট্টগ্রাম, রেশমি আক্তার, পিতা, সৈয়দ আহমদ, আশকরিয়া, বাঁশখালী, চট্টগ্রাম, নাদিয়া সুলতানা আজিজা, পিতা মাওলানা নুরুন্নবী, সাং, ইলশা, বাহারছড়া, বাঁশখালী, চট্টগ্রাম। এর মধ্যে নাদিয়া সুলতানা আজিজা মাত্র ৫ মাসে হিফজ সম্পন্ন করার গৌরব আর্জন করেন। ছবি ক্যাপশন (১) বাঁশখালীতে হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ি পরিয়ে দিচ্ছেন পটিয়া মাদরাসার প্রধান পরিচালক আল্লামা ওবায়দুল্লাহ হামজা ও খোরশেদ আলমসহ অতিথিরা।
বিদ্যুৎতের শর্টসার্কিটে আগুন,ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবার।
মোহরম আলী বাপ্পী,(চট্টগ্রাম)সীতাকুণ্ড প্রতিনিধি-
চট্টগ্রাম সীতাকুণ্ডে মাদামবিবিরহাট এলাকায় খাদেম পাড়া নামক স্হাণে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।সোমবার রাত ৯টার দিকে দিদার ও বশর কলোণীতে আগুন লেগে প্রায় ১৫ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।এতে ওই পরিবারগুলো সর্বস্ব হারিয়েছে। প্রায় ১ ঘন্টা ১০ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট সাথে বাংলাদেশ নৌ-বাহিনীর দুইটি ইউনিট সহ মোট ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। কুমিরা ফায়ার সার্ভিসের টিম লিডার ফিরোজ জানান, আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি এবং আমার সঙ্গীয় ফোর্সসহ রওনা করি, আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং একঘন্টা দশ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৪০ লক্ষ টাকা।