চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন -মাঈন উদ্দীন মিশন ।।
কাউছার মাহমুদ দিদার সন্দ্বীপ
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান বিএ গত ২৩ জানুয়ারি ২০২৩ ইং মৃত্যু বরণ করায় বর্ণিত উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদটি উপজেলা পরিষদ আইন ১৯৯৮(উপজেলা পরিষদ সংশোধন) আইন ২০১১দ্বারা সংশোধিত এর ১৪(১)(চ)ধারা অনুযায়ী শূন্য ঘোষণা করা হয়।এতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমাবায় মন্ত্রণালয় স্হানীয় সরকার বিভাগ উপজেলা ১ শাখার আওতায় প্রজ্ঞাপন স্মারক নং ৪৬.০০.০০০.০৪৬.১৮.১৫৮.২০.৪৫ এর আলোকে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যবস্হা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।এর পরিপ্রেক্ষিতে নির্বাচন না হওয়ার আগ পর্যন্ত উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্ব পেলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দুই বারের নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশন। গত ২৬ ফেব্রুয়ারি ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহন করলে সন্দ্বীপের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য বৃন্দ , সন্দ্বীপ পৌরসভার মেয়র – কাউন্সিলর, মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মি, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী সমিতি সহ বিভিন্ন প্রতিষ্ঠান হতে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।
এ বিষয়ে দায়িত্ব প্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশন হতে জানতে চাইলে তিনি বলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম মাষ্টার শাহজাহান বিএ এর সাথে আমি দীর্ঘদিন রাজনীতি করে আসছি। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে বর্তমানে আছি, দুই বারে নির্বাচন কে উক্ত পরিষদে আছি। আগামীতে আমি উপজেলা চেয়ারম্যান পদে দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি নির্বাচন করবো। আমি অতীতে ও সন্দ্বীপবাসির সাথে ছিলাম বর্তমানে ও আছি আগামীতে ও থাকার আশাবাদী। সরকারের বিধিমতো আমি ভারপ্রাপ্ত উপজেলার চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছি, আমি আমার দায়িত্ব যথাযথা ভাবে পালন করবো ইনশাল্লাহ।