নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভারে একটি বড় ক্রেনের ব্রেক ফেইল হয়ে দুর্ঘটনা ঘটেছে । এতে ৩ জন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম (চমেক) এ প্রেরণ করা হয়।
গতকাল ৮ জানুয়ারি সোমবার রাত সাড়ে ১০টায় বহদ্দারহাট ফ্লাইওভারের মুখে এই দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশাল আকৃতির একটি ক্রেন বহদ্দারহাট ফ্লাইওভারের ওঠার সময় ব্রেক ফেইল হয়। ফলে পেছনে থাকা প্রাইভেট কার ও সিএনজি চাপা পড়ে ক্রেনের নিচে। এই ঘটনায় মোট ৫টি গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
দুর্ঘটনার পর ক্রেনটির চাবি এবং কাগজপত্র জব্দ করে স্থানীয়রা। পরে চাবি ও কাগজপত্র পুলিশের হাতে হস্তান্তর করেছে। এ বিষয়ে চাঁন্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল ইসলাম জানান, ঘটনার খবর পাওয়ার পরই সেখানে পুলিশের টিম পাঠানো হয়েছে। খোঁজ খবর নিয়ে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাতে পারবো।