চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শহীদ আব্দুর রব হলের সাবেক প্রভোস্ট ড.রবিউল হাসান ভুঁইয়ার পদত্যাগের দশ দিন পর নিয়োগ দেওয়া হয়েছে নতুন প্রভোস্ট। নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড.মো. দানেশ মিয়া (ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট সায়েন্স)।
গত বুধবার চিঠি পেয়েছেন শহীদ আব্দুর রব হল কর্তৃপক্ষ। এদিকে গত ১২ই মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টর ও শহীদ আব্দুর রব হল প্রভোস্ট ড. রবিউল হাসান ভুঁইয়াসহ মোট ১৬ জন জন প্রশাসনিক কর্মকর্তা পদত্যাগ করেছেন। পদত্যাগী ১৬ জন ১৮টি পদে কর্মরত ছিলেন। প্রফেসর ড. রবিউল হাসান ভুঁইয়া চবি প্রক্টরসহ শহীদ আব্দুর রব হলের প্রভোস্টের দায়িত্বে ছিলেন। পদত্যাগের পর প্রভোস্ট পদটি ফাঁকা হয়ে প্রায় দশ দিন চলে।অবশেষে শূন্য আসনের বিপরীতে ২২ মার্চ নতুন দায়িত্ব গ্রহন করেন প্রফেসর ড. মো. দানেশ মিয়া।