মোঃজুয়েল মিয়া, দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলা ইউনিয়নের চাঁন্দেরঘাট তা’লীমুল ইসলাম ক্বাউমী মাদ্রাসার ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় চাঁন্দেরঘাট তা’লীমুল ইসলাম ক্বাউমী মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে নব-গঠিত ম্যানেজিং কমিটির সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে চাঁন্দেরঘাট তা’লীমুল ইসলাম ক্বাউমী মাদ্রাসার ম্যানেজিং কমিটির প্রথম সভায় বক্তব্য রাখেন চাঁন্দেরঘাট তা’লীমুল ইসলাম ক্বাউমী মাদ্রাসার ভারপ্রাপ্ত নাইবে মোহতামীম মাওলানা মকবুল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁন্দেরঘাট তা’লীমুল ইসলাম ক্বাউমী মাদ্রাসার সহসভাপতি সাংবাদিক এম,এইচ,শাহজাহান আকন্দ, সেক্রেটারীডাক্তার হাফিজ উদ্দিন,ক্যাশিয়ার আবুল কালাম কালা মিয়া,
সিনিয়র সদস্য মোহাম্মদ সিদ্দিক আলম, মোহাম্মদ আব্দুস সহিদ ডালী, সদস্য হাবিবুর রহমান বিল্লাল
কাজী আব্দুল হান্নান, উপদেষ্টা কমিটির থেকে উপস্তিত ছিলেন,বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
মোহাম্মদ মিলন খান,মুফতি মছরুর আহমেদ, মাওলানা আজিজুল হক প্রাপ্তন সদস্য, প্রমুখ।
আলোচনা সভা শেষে চাঁন্দেরঘাট তা’লীমুল ইসলাম ক্বাউমী মাদ্রাসার ম্যানেজিং কমিটির প্রথম সভায় ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের পক্ষ থেকে নব-গঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়।