ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
আজ সোমবার (০৮ জানুয়ারী) বেলা সাড়ে ১২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ কোর্ট চত্ত্বর এলাকায় একজন গণমাধ্যম কর্মীর প্রাইভেট কার ক্রস করতে গিয়ে ঐ প্রাইভেট কারটিতে সামান্য ছুয়ে যায়। এতে করে এই প্রাইভেট কারের মালিক পরিচয় দানকারী এক ব্যক্তি, ক্ষিপ্ত হয়ে গণমাধ্যম কর্মীর কারের ডাইসবোর্ডে রাখা সংশ্লিষ্ট চ্যানেলের বুম বের করে নেন।
এই প্রতিবেদক এগিয়ে গিয়ে বুম কেনো বের করলেন? এমন প্রশ্ন করলে উচ্চ স্বরে তিনি বলেন, আপনার প্রাইভেট কারের ধাক্কায় আমার প্রাইভেট কারে আচঁর পড়েছে, ক্ষতিপূরণ দিতে হবে। তবে প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন এই কারে কোনো টাচ লাগেনি, বরং এটি পূর্বের আচঁর! এতে করে, সে আরও ক্ষিপ্ত হয়ে দম্ভের সাথে নিজেকে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এসডি দাবী করেন এবং ব্যবস্থা নেয়ার ভয়ভীতি দেখান। আপনার নাম কি? জিজ্ঞেস করলে নাম না বলেই সুকৌশলে সটকে পড়ে।
তবে, পরক্ষণেই সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদ্য বহিস্কৃত চেয়ারম্যান শাহিদ রানা (টিপু) ঘটনা স্থলে এগিয়ে এসে বিষয়টি নিয়ে বাক-বিতণ্ডা শুরু করেন।
এবং বলেন এটি একজন সেনাবাহিনী অফিসারের প্রাইভেট কার। এবিষয়ে বাড়াবাড়ি, না করার জন্য গণমাধ্যম কর্মী এই প্রতিবেদককে হুমকি দেন। বলেন এবিষয়ে বেশী বাড়াবাড়ি করলে কেঁচো খুড়তে ঘুঘুড়া বের করে দিবো। গণমাধাম কর্মীদের তুচ্ছতাচ্ছিল্যর সাথে বিরুপ মন্তব্য করে আরও বলেন, আপনার মতো অনেক সাংবাদিক আমার পকেটে।
এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ ময়েজ উদ্দিনের মুঠোফোনে জানতে চাইলে বলেন, এধরণের স্টিকার লাগানো প্রাইভেট কার আমাদের অফিসের নয়। কেউ এভাবে স্টিকার লাগিয়ে সুবিধা আদায় করলে অন্যায় করেছে। কারটির বিষয়ে নির্বাহী প্রকৌশলীকে বলে ব্যবস্থা নেয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।