“চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ও সনদ বিতরণ”
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
“স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই স্বচ্ছতা-জবাবদিহিতা ও অংশগ্রহণ” এই স্লোগানকে সামনে রেখে বুধবার, ১২ অক্টোবর ২০২২ অনুষ্ঠিত হয়ে গেল স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ। প্রশিক্ষণ পরিচালনা করেন স্বাস্থ্য বিষয়ক সাংবাদিকতায় বিশেষভাবে দক্ষ, প্রথম আলোর বিশেষ প্রতিনিধি এবং গণমাধ্যম ব্যক্তিত্ব শিশির মোড়ল।এই প্রশিক্ষণে এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার, দৈনিক বাংলাদেশ বুলেটিন ও দি মুসলিম টাইমস পত্রিকার প্রতিনিধি ফয়সাল আজম অপু, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, যমুনা টিভি ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মনোয়ার হোসেন জুয়েল, দৈনিক চাঁপাই চিত্র’র সম্পাদক মোঃ কামাল হোসেন, ডিবিসি নিউজ টিভির জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম, একুশে টিভি ও দৈনিক সমকাল প্রতিনিধি আমিনুল ইসলাম, সাপ্তাহিক সোনামসজিদ পত্রিকার সম্পাদক মোঃ জোনাব আলী, দেশ টিভির জেলা প্রতিনিধি আব্দুল মালেক সহ জেলার জাতীয় গণমাধ্যমের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ১৭ জন সাংবাদিক অংশগ্রহন করে।
বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগিতায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রয়াসের প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি প্রফেসর সুলতানা রাজিয়া। স্বাগত বক্তব্য দেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ হেলথ ওয়াচের অ্যাডভোকেসি ও কমিউনিকেশন বিভাগের কোঅর্ডিনেটার মো. রিয়াজ উদ্দিন খান ও প্রোগ্রাম ম্যানেজার মো. মোরশেদ আলম, মিডিয়া কমিউনিকেশন বিভাগের প্রোগ্রাম অফিসার নওশিন মৌলি ওয়ারেসী। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কর্মসূচি ব্যবস্থাপক ফারুক আহমেদ। স্বাস্থ্য মন্ত্রণালয়সহ ২৩টি মন্ত্রণালয় স্বাস্থ্যের সঙ্গে জড়িত জানিয়ে প্রশিক্ষণকালে শিশির মোড়ল বলেন স্বাস্থ্যসেবা প্রাপ্তির জায়গা হচ্ছে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, উপজেলা ও জেলা হাসপাতাল। আমরা অনেক সময় এসব প্রতিষ্ঠানের কাঠামোগত দিকটি না জানার কারণে ভুল রিপোর্ট করে থাকি। তাই আপনারা স্বাস্থ্য নিয়ে যখন রিপোর্ট করবেন তখন আগে জানবেন প্রতিষ্ঠানগুলোর সেবা দেয়ার নিয়মটি কী। উল্লেখ্য, বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলায় স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকার ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জনসচেতনতা, স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি এবং সকল পর্যায়ে জনঅংশগ্রহণ নিশ্চিত করে স্বাস্থ্যসেবায় টেকসই উন্নয়ন সহায়ক পরিবেশ সৃষ্টি করার লক্ষে জেলা ও নাচোল উপজেলা পর্যায়ে স্বাস্থ্য অধিকার ফোরাম গঠন করেছে। ফোরামসমূহ হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম, নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এবং নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম। প্রশিক্ষণ শেষে ফয়সাল আজম অপু সহ জেলার ১৭ জন সাংবাদিকের হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেন অতিথিরা।