চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর- বেসামরিক বিমান প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী।
নাহিদ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি –
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী
বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চা শ্রমিকদের উন্নত
জীবন নিশ্চিত করার সর্বদা সচেষ্ট রয়েছি আমরা। তিনি বলেন, জাতির
পিতা যেমন চা শ্রমিকদের নাগরিকত্ব দিয়েছিলেন তেমনি চা শ্রমিকদের
প্রতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের আলাদা দায়িত্ব রয়েছে।
নেত্রীর নির্দেশমত সব সময় আমরা সেই দায়িত্ব পালনে চেষ্টা করি।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের বাগানের শ্রমিকরা উপহারের স্বর্ণের বালা নিয়ে
গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছিলেন। যেটা নেত্রীর জন্য অনেক
সম্মানের এবং চা শ্রমিকদের জমানো পয়সা এবং ভালোবাসা প্রদান করায়
এতবড় উপহার নেত্রী আর কোন দিন পাননি বলে নেত্রী সেদিন উল্লেখ
করেছিলেন। যেটি আমাদের জন্য অত্যন্ত গর্বের। তিনি আরো বলেন, দেশের
মানুষের জীবনমান উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা সরকার পদ্মা সেতু,
মেট্রোরেল, কর্ণফুলী টানেল, ঢাকা-সিলেট মহাসড়ক প্রশস্থকরণ সহ বড় বড়
প্রকল্প বাস্তবায়ন করছে। যা বিশে^ প্রশংসিত হয়েছে। সরকারী বিভিন্ন
প্রকল্পের মাধ্যমে দেশের ৭ কোটি মানুষ উপকারভোগী। সবাইকে সঙ্গে নিয়ে
দেশকে এগিয়ে নিয়ে যেতে শেখ হাসিনা সরকার শাসক নয় সেবক
হিসেবে কাজ করছে। চা শ্রমিক সহ গ্রামীণ জনপদ, দেশের প্রতিটি
অঞ্চলের এ সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি আজ (১১
ডিসেম্বর) শনিবার সকালে মাধবপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক
কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদের মিলনায়তনে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার উন্নয়নের জন্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
ছাত্রীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ, মাধবপুর উপজেলা মহিলা বিষয়ক
কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষার্থীদের মধ্যে প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা নির্বাহী
নির্বাহী অফিসার মন্ধসঢ়;জুর আহ্ধসঢ়;সানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য
রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, উপজেলা
প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, কৃষি কর্মকর্তা আল
মামুন হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা পেয়ারা বেগম, উপজেলা
প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ এরশাদ আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-
সভাপতি জাহেদ খান, সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, সাংগঠনিক
সম্পাদক মুজাহিদ বিন ইসলাম, যুবলীগ সভাপতি ফারুক পাঠান,
চেয়ারম্যান ফারুক আহম্মেদ পারুল, এড. মুহিত মিয়া, শ্রীধাম দাশগুপ্ত
প্রমুখ। পরে প্রধান অতিথি নৃ-গোষ্ঠীর নারী শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক
শিক্ষা বৃত্তি ২০০জনের মধ্যে ৪ লাখ ৮০ হাজার, মাধ্যমিক শিক্ষা বৃত্তি ১২০
জনের মধ্যে ৭ লাখ ২০ হাজার, উচ্চ মাধ্যমিক ৬০ জনের মধ্যে ৫ লাখ ৭৬ হাজার ও
নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মধ্যে ৫০টি বাইসাইকেল বিতরণ করেন। মহিলা
বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ৫০ জন প্রশিক্ষনার্থীদের মধ্যে ৬ লাখ টাকা
বিতরণ করা হয়। এ সময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও আওয়ামীলীগ
ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নাহিদ মিয়া
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
০১৭৫২১৮২৪৬৭
মাধবপুরে ৫৬ কেজি গাঁজা সহ এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে।
নাহিদ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি –
হবিগঞ্জের মাধবপুরে ৫৬ কেজি গাঁজা চালান ভর্তি একটি সিএনজি
অটোরিক্সা সহ সোহাগ মিয়া (২৫) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার
করেছে পুলিশ। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান,
গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই অনিক চন্দ্র
দেব ও এএসআই মোবারক শনিবার সকালে নোয়াহাটি- মনতলা সড়কে
রতনপুর নামকস্থানে একটি সিএনজি অটোরিক্সা আটক করে ৫৬ কেজি
গাঁজা সহ সোহাগকে গ্রেফতার করে। সে উপজেলার বেজুড়া গ্রামের
মনু মিয়ার ছেলে। এ ব্যাপারে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে
একটি মামলা হয়েছে।