জে এম কামরানঃ-
আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহ:) এর হাতেগড়া ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক (দক্ষিণ) উপজেলাধীন লাকেশ্বর বাজার আঞ্চলিক শাখার পক্ষ থেকে আয়োজিত দাখিল/এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্টান গত ২রা সেপ্টেম্বর, রোজ: শনিবার সকাল ১১টায় আল মদিনা একাডেমীতে অনুষ্ঠিত হয়।
উক্ত শাখার সভাপতি হাফিজ সাহাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিপন আহমদ ও সাবেক সাধারণ সম্পাদক ইসলামুল হকের যৌথ পরিচালানায় উদ্ভোধনী বক্তব্য রাখেন লাকেশ্বর দাখিল মাদরাসার সুপার মাওলানা আজিজুর রহমান সাহেব।
প্রধান অতিথির বক্তব্য রাখেন লতিফিয়া ইমাম সোসাইটি ছাতক (দক্ষিণ) উপজেলা সভাপতি মাওলানা আব্দুল গফুর সাহেব।
এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছৈলা আফজলাবাদ ইউনিয়ন আল ইসলাহ’র সভাপতি হাফিজ গিয়াস উদ্দিন, নতুন বাজার দাখিল মাদরাসার সহকারী শিক্ষক আব্দুল আওয়াল, মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজলুজ্জামান দুদু, লাকেশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ আহমদ কবির, বড় পলিরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এখলাছুর রহমান, সংগঠনের ছাতক (দক্ষিণ) উপজেলা সাবেক সহ সভাপতি মুহাম্মদ সুহেল তাজ, সহ সভাপতি হুছামউদ্দিন জামিল, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাফিজ রুহুল আমিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী সফিকুল ইসলাম, মকদ্দুছ আলী, ইঞ্জিনিয়ার কাওছার আহমদ, কদ্দুছ আলী, গোফরান আহমদ, নুরুল হক, সংগঠনের ছৈলা আফজলাবাদ ইউনিয়ন সভাপতি হেলাল আহমদ মাহিন, সহ সভাপতি কলিম উদ্দিন মিলন, রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ জামিল আহমদ, অফিস সম্পাদক নাসিম আহমদ সোহান, শাখা সহ সভাপতি ক্বারী সুহেল মিয়া প্রচার সম্পাদক উমর আলী, অর্থ সম্পাদক সাহাব উদ্দিন, অফিস সম্পাদক ফয়ছল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক জাহেদ আহমদ, সদস্য হাফিজ মারুফ আহমদ,শাহ জাহান মিয়া ফয়ছল মিয়া, মামুন আহমদ, মাসুম আহমদ প্রমুখ।