টাঙ্গাইলের নতুন ডিসি জসীম উদ্দীন হায়দার
টাঙ্গাইলের নতুন ডিসি জসীম উদ্দীন হায়দার। এর পূর্বে তিনি বরিশালের ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মহামান্য রাষ্ট্র্রপতির আদেশ ক্রমে তাঁর বদলী কার্যকর করা হয়েছে। গত ২৩ নভেম্বর জনস্বার্থে এই আদেশ জারী করা হয়। পরিচিতি নম্বর ১৫৪১৯।তিনি ২২ তম বিসিএস এ হয়ে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি ড. মো আতাউল গনির স্থলাভিষিক্ত হলেন।
প্রচারে মোঃ দেলোয়ার হোসেন
ক্রাইম রিপোর্টার
জেলা টাঙ্গাইল
ওপেন হাউস ডে বিট নাম্বার ১০ টাঙ্গাইল জেলা ধনবাড়ী থানারএসআই রফিকুল ইসলাম ইসলামএবং শামীম হোসেন বলি ভদ্র ইউনিয়ন বলি ভদ্র বাজারে গ্রাম বাসীদের কে নিয়ে মাদকদ্রব্য এবং ইভটিজিং সম্পর্কে আলোচনা করেন
মোঃ দেলোয়ার হোসেন
জেলা ক্রাইম রিপোর্টার টাঙ্গাইল