বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি,
বটিয়াঘাটার” ডিস সালামের” ডিস লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে সট গেলে মারা গেলো এক যুবক। ঘটনাটি ঘটেছে,বুধবার সকালে বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের গাওঘরা চরডাঙ্গা এলাকায়। এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় হাজিজুর রহমান মোড়ল (২২) বটিয়াঘাটার ডিস সালামের ডিস লাইনে কাজ করে থাকে। বুধবার সকাল ১০ টার সময় বিদ্যুতের খুটিতে উঠে কাছ করতে গিয়ে বিদ্যুতের তারের সাথে সট লেগে মাটিতে পড়ে যায় । পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে বটিয়াঘাটা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহত হাফিজুর মোড়লের বাড়ি উপজেলার গাওঘরা চান্দাডাঙ্গা গ্রামে। তার পিতার নাম মোঃ হারুন মোড়ল। লাশ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। একটি সুত্রে জানা গেছে, বটিয়াঘাটা ডিস সালাম বিদ্যুৎ বিভাগের জিএম সহ কিছু অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে দির্ঘ দিন যাবৎ কারেন্টের খুটিতে অবৈধ ভাবে ডিসের তার ব্যবহার করে ডিস লাইনের ব্যবসা রমরমা ভাবে করে চলেছে। এলাকাবাসী এই মৃত্যুর জন্য ডিস সালাম ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান।