সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড এর ট্রাস্ট মেট্রো প্রকল্প মনাকষা এর আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
আদ্য ২৩ই নভেম্বর ২০২৪ ইং তারিখ শনিবার সকাল ১১:০০ ঘটিকায় ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড এর মনাকষা সাংগঠনিক অফিস, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জে আঞ্চলিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে মনাকষা সাংগঠনিক অফিসের অ্যাসিসটেন্ট সেলস্ ম্যানেজার ও অফিস ইনচার্জ জনাব মোঃ মিলন রেজা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব রোটারিয়ান মোহাম্মদ গিয়াস উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আলাউদ্দিন মিঞা।
আরো উপস্থিত ছিলেন ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড এর মনাকষা সাংগঠনিক অফিস এ কর্মরত ব্রাঞ্চ ম্যানেজারগন, কর্মী ও শুভাকাঙ্ক্ষী বৃন্দ।
সম্মেলন অনুষ্ঠানে ফুল, নকশি কাঁথা ও ক্রেস্ট দিয়ে অতিথিদের বরণ করেন অফিসে কর্মরত কর্মকর্তা এবং কর্মচারীগণ।
বক্তব্যে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সাংগঠনিক অফিসের অফিস ইনচার্জ সহ বক্তারা ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড কি? এটি কেমন প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা,কর্মচারী বৃন্দ ও কর্মি সকলের স্বাস্থ্য,চিকিৎসা,অর্থনৈতিক উন্নয়নসহ কিভাবে দেশ ও জনকল্যাণে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছে, আশার দিক সহ জনকল্যাণে গৃহীত সকল পরিকল্পনা নিয়ে আলোচনা করে জনাব মোঃ মিলন রেজা এর সভাপতিত্বে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।