জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বিভিন্ন হিমাগারে সংরক্ষিত খাওয়ার আলু বীজ হিসেবে বিক্রি হচ্ছে। বীজের বস্তায় ভরে সেই সব আলু নিজের উৎপাদিত বীজ হিসেবে বাজারজাত করছে বিভিন্ন বীজ উৎপাদন প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) হিমাগারে রাখা খাওয়ার আলু বীজ হিসেবে বিক্রির উদ্দেশ্যে বস্তাজাত করার সময় এক অসাধু বীজ ব্যবসায়ী ধরা পড়েছেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও মুচলেকা নেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল করিম বগুড়ার শিবগঞ্জ উপজেলার স্থায়ী বাসিন্দা এবং ঠাকুরগাওয়ের সদর উপজেলার মেসার্স করিম সিডের স্বত্বাধিকারী। সদর উপজেলার বিমানবন্দর রোডের মাদারগঞ্জ এসবি হিমাগার এন্টারপ্রাইজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম।
কোথাও খাওয়ার আলু বীজ হিসেবে বস্তাজাত করা হলে বা বীজ হিসেবে বিক্রি করা হলে তা কৃষকের সঙ্গে প্রতারণা বলে উল্লেখ করে জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, জেলার কোথায় এ ধরনের অপরাধ আবারও হলে আইনের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। সেইসঙ্গে বীজ কেনার সময় কৃষকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ঠাকুরগাঁও সদর থানা পুলিশের এসআই সুমন, জেলা বীজ প্রত্যয়ন অফিসার আনিসুর রহমান উপস্থিত ছিলেন।