জহিরুল ইসলাম,
তারাকান্দা(ময়মনসিংহ) প্রতিনিধি-
ময়মনসিংহের তারাকান্দায় পাওনা টাকা চাওয়া অজুফা বেগম (২৮( নামে এক বিধবা নারীকে খুন করেছে এক পাষান্ডরা।
জানা গেছে, উপজেলার বালিখা ইউনিয়নের বালিখা পৃর্ব মালিডাংগা গ্রামের মৃত এনামুল হক ওরফে এনার স্ত্রী অজুফা বেগম(২৮) শুক্রবার সকালে ঘাস কাটতে মাঠে গিয়ে নিখোঁজ হয়। বাড়ির লোকজন খোঁজাখুজি কালে মাঠে এক ফিশারীর পুকুরে খুঁটির সাথে বাধা অবস্থায়
লাশ দেখে পুলিশকে জানায়া। খবর পেয়ে পুলিশ ফিশারি পুকুর থেকে ওই মহিলার লাশ উদ্ধার করে। এ বিষয়ে ওই মহিলার মা হাসনা আক্তার বাদী হয়ে অজ্ঞাত আসামি করে তারাকান্দা থানা হত্যা মামলা দায়ের করে। পুলিশ মামলা তদন্তকালে নুরুন্নবী নামে এক যুবককে গ্রেফতার করে। সে ওই মহিলা হত্যাকাণ্ডের ঘটনা দায় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসা বাদে স্বীকার করে তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী জানান, ধৃত আসামি নুরুন্নবীকে শনিবার আদালতে সুব্রত করা হয়েছে।
শিরোনাম :
তারাকান্দায় পাওনা টাকা চাওয়া নারী খুন,ঘাতক গ্রেপ্তার
- Reporter Name
- Update Time : ০৮:০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
- ২৭৩ Time View
আলোচিত