ময়মনসিংহের তারাকান্দায় বাস-মাইক্রো সংঘর্ষে সহোদর ভাইবোন নিহত ও বাবা-মা আহত হয়েছে
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানা, তারাকান্দা উপজেলা সদরের দক্ষিন বাজারে রোববার সকাল ৮টায় ময়মনসিংহ গ্রামী বাস ও ঢাকাগ্রামী মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্হলে মাইক্রোবাসের যাত্রী দুই ভাইবোন নিহত হয়েছে।আহত হয়েছেন বাবা-মাসহ দুইজন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপতালে ভর্তি করা হয়েছে।নিহতেরা হলেন বোন মাসুরা মুকছেক তানাছ(১৬)ভাই আনাস আহনাক (২)। আহতেরা হলেন বাবা মোজাদ্দেস রহমান ও মা মুনিরা। হতহতদের বাড়ি শেরপুর জেলার শ্রীবর্দী থানার শিমুলচরা গ্রামে।
তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী এই খবর নিশ্চিত করেছেন। পুলিশ বাসটিকে আটক করেছে।
পুলিশ জানায়, ভোরে ঢাকাগ্রামী মাইক্রোবাস মনমনসিংহগ্রামী একটি যাত্রীবাসের সাথে সংঘর্ষে হতাহতের এই ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। পরে আহতদের মমেক হাসপাতালে পাঠানো হয়
শিরোনাম :
তারাকান্দায় বাস – মাইক্রো সংঘর্ষে একই পরিবারের ২ জন নিহত। ২ জন আহত
- Reporter Name
- Update Time : ০৩:১১:১৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
- ১৫৭ Time View
Tag :
#BreakingNews #news #NewsUpdate তারাকান্দা ২৪ তারাকান্দা ময়মনসিংহ তারাকান্দা সংবাদ দৈনিক তারাকান্দা
আলোচিত