ময়মনসিংহের তারাকান্দায় ছাত্র বৈষম্য আন্দোলনে হামলা, ভাঙচুর, ও মারধরে গুরুতর জখমের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৮ ইউপি চেয়ারম্যনসহ ৬২ জনের নামে মামলা হয়েছে। শনিবার তারাকান্দা থানায় এ মামলা করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, তারাকান্দায় রহস্যময় আন্দোলনে দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হামলা, ভাঙচুর ও মারধর করে গুরুতর জখম করে। এ বিষয়ে উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামের সুলতান মিয়ার পুত্র মনজুরুল হক বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, উক্ত মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ বাবুন মিয়া সরকার ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কামারিয়া ইউপি চেয়ারম্যান একেএম আজাহারুল ইসলাম সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান সাকির আহম্মেদ বাবুল, তারাকান্দা ইউপি চেয়ারম্যান খাদেমুল আলম শিশির, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, আওয়ামী লীগ নেতা ও কামারগাঁও ইউপি চেয়ারম্যান নাইমুর রহমান উজ্জ্বল, বানিহালা ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন খন্দকার ও কাকনী ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদারসহ ৬২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০ জন আসামি করা হয়েছে।
শিরোনাম :
তারাকান্দায় ৮ চেয়ারম্যানসহ ৬২ জনের নামে মামলা
- Reporter Name
- Update Time : ০৫:২৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
- ১৬৭ Time View
Tag :
আলোচিত