তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মাট আইডি কার্ড বিতরণ
মমিনুর সরকার, তারাগঞ্জ, রংপুর প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় ৩৪ জন বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মাট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
গতকাল উপজেলা পরিষদ সভা কক্ষে এ ডিজিটাল সার্টিফিকেট ও স্মাট আইডি কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তারাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাদের হাতে সার্টিফিকেট ও স্মাট আইডি কার্ড তুলে দেন রংপুর-২(তারাগঞ্জ ও বদরগঞ্জ)আসনের সংসদ সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিঞার সভাপতিত্ব অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ তারাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হারুন- অর – রশিদ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম সাইদেল কাওনাইন বাইজিদ বোস্তামী, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা উর্মি তাবাসসুম, প্রাণী সম্পদ কর্মকর্তা একেএম ফরহাত নোমান, ইউপি চেয়ারম্যান আল- ইবাদত হোসেন পাইলট, ডেইলী দ্যা প্রেস জার্নালের ব্যুরো চীফ, রংপুরের মোঃ রউফুল আলম, সাংবাদিক মমিনুর সরকার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের সন্মানী ভাতা বৃদ্ধি, রাষ্ট্রীয় মর্যাদায় দাপনসহ বিভিন্ন সন্মাননা ও সুযোগ- সুবিধা দিচ্ছেন। এই ডিজিটাল সার্টিফিকেট ও স্মাট আইডি কার্ড বীর মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন বৃদ্ধি করবে।
মোঃ মমিনুর সরকার
মোবাইলঃ০১৭৯৪০২৪৮১৩
তারিখঃ ১৬/১০/২২ ইং