Dhaka ১০:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দাকোপ বটিয়াঘাটা বিনা চাষে আলু উৎপাদন প্রযুক্তির উপর কৃষক প্রশিক্ষণ

  • Reporter Name
  • Update Time : ১০:২২:২৮ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • ৫৮ Time View
বটিয়াঘাটা প্রতিনিধিঃ
উপকূলীয় লবনাক্ত এলাকায় বিনা চাষে আলু উৎপাদন প্রযুক্তিকে জনপ্রিয় এবং সম্প্রসারণ করার লক্ষ্যে খুলনা জেলার দাকোপ উপজেলার পানখালী ইউনিয়ন এর উত্তর মধ্য পানখালী গ্রামে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়। ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার (সিআইপি), বাংলাদেশ তত্ত্বাবধায়নে, CGIAR এর আর্থিক সহায়তায়, প্রদীপন এর উদ্যোগে বিনাচাষে খড়ের মালচ্ প্রয়োগে আলু উৎপাদন (PZTM) প্রকল্পের আওতায় প্রশিক্ষণটি পরিচালিত হয়। ১৭ নভেম্বর ২০২৪ তারিখে উক্ত প্রযুক্তির উপর  ৩০ জন   প্রশিক্ষণ গ্রহণ করেন।
উক্ত কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ মনোয়ার হোসেন, রিসার্চার-এগ্রোনোমি, সিআইপি-বাংলাদেশ। উক্ত প্রশিক্ষণটি সন্ঞ্চলনা করেন কৃষিবিদ এস. এম. হাসিবুর রহমান, প্রকল্প সমন্বয়কারি, প্রদীপন, খুলনা। আরও উপস্থিত ছিলেন প্রদীপনের সিএনএস সুজাতা মন্ডল।
প্রশিক্ষণের প্রধান আলোচ্য বিষয় ছিল প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, লবনাক্ত এলাকায় সবজি চাষে প্রতিবন্ধকতা, বিনা চাষে আলু উৎপাদনের সুবিধা, বিনা চাষে মাল্চ ব্যবহার করে আলু উৎপাদনের কৌশল, বসত বাড়িতে আলু সংরক্ষণ ইত্যাদি। প্রশিক্ষণার্থীগণ বিনা চাষে আলু উৎপাদনের উপর প্রযুক্তিগত দিকের উপর জ্ঞান আহোরণ করেন। অংশগ্রহণকারীরা নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে পেরে খুশি হন এবং সিআইপি ও প্রদীপনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য যে, এবছর নভেম্বর মাসে PZTM প্রকল্পের অধীনে সিআইপি-বাংলাদেশের এর তত্ত্ববাধায়নে প্রশিক্ষণ প্রদান করে ২০০ জন কৃষককে বিনা চাষে আলু উৎপাদনের জন্য ২০ কেজি করে লবন সহনশীল আলুবীজ প্রদান করা হবে।
One attachment • Scanned by Gmail

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

বোয়ালমারীতে চার বছর কর্মস্থলে না গিয়েও বেতন ভাতা নিচ্ছে উপ-স্বাস্থ্য কেন্দ্রের ঝুমা !

দাকোপ বটিয়াঘাটা বিনা চাষে আলু উৎপাদন প্রযুক্তির উপর কৃষক প্রশিক্ষণ

Update Time : ১০:২২:২৮ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
বটিয়াঘাটা প্রতিনিধিঃ
উপকূলীয় লবনাক্ত এলাকায় বিনা চাষে আলু উৎপাদন প্রযুক্তিকে জনপ্রিয় এবং সম্প্রসারণ করার লক্ষ্যে খুলনা জেলার দাকোপ উপজেলার পানখালী ইউনিয়ন এর উত্তর মধ্য পানখালী গ্রামে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়। ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার (সিআইপি), বাংলাদেশ তত্ত্বাবধায়নে, CGIAR এর আর্থিক সহায়তায়, প্রদীপন এর উদ্যোগে বিনাচাষে খড়ের মালচ্ প্রয়োগে আলু উৎপাদন (PZTM) প্রকল্পের আওতায় প্রশিক্ষণটি পরিচালিত হয়। ১৭ নভেম্বর ২০২৪ তারিখে উক্ত প্রযুক্তির উপর  ৩০ জন   প্রশিক্ষণ গ্রহণ করেন।
উক্ত কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ মনোয়ার হোসেন, রিসার্চার-এগ্রোনোমি, সিআইপি-বাংলাদেশ। উক্ত প্রশিক্ষণটি সন্ঞ্চলনা করেন কৃষিবিদ এস. এম. হাসিবুর রহমান, প্রকল্প সমন্বয়কারি, প্রদীপন, খুলনা। আরও উপস্থিত ছিলেন প্রদীপনের সিএনএস সুজাতা মন্ডল।
প্রশিক্ষণের প্রধান আলোচ্য বিষয় ছিল প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, লবনাক্ত এলাকায় সবজি চাষে প্রতিবন্ধকতা, বিনা চাষে আলু উৎপাদনের সুবিধা, বিনা চাষে মাল্চ ব্যবহার করে আলু উৎপাদনের কৌশল, বসত বাড়িতে আলু সংরক্ষণ ইত্যাদি। প্রশিক্ষণার্থীগণ বিনা চাষে আলু উৎপাদনের উপর প্রযুক্তিগত দিকের উপর জ্ঞান আহোরণ করেন। অংশগ্রহণকারীরা নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে পেরে খুশি হন এবং সিআইপি ও প্রদীপনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য যে, এবছর নভেম্বর মাসে PZTM প্রকল্পের অধীনে সিআইপি-বাংলাদেশের এর তত্ত্ববাধায়নে প্রশিক্ষণ প্রদান করে ২০০ জন কৃষককে বিনা চাষে আলু উৎপাদনের জন্য ২০ কেজি করে লবন সহনশীল আলুবীজ প্রদান করা হবে।
One attachment • Scanned by Gmail