আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের ভবানীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠান সোমবার (৩ অক্টোবর) বিকেলে অত্র বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ভবনের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফেনী-৩ আসনের সাংসদ লেঃ জেঃ (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য হাজ্বী শাহ আলমের সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গাজালা পারভীন রুহি,ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যপক সাইফুদ্দিন আহমেদ চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান ও রাজাপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুন প্রমুখ। এসময় স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবন্দ ও সাংবাদিক সহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে সাংসদ লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী দাগনভূঞা উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন।