লালপুরের গোপালপুর পৌরসভায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
মেহেরুল ইসলাম মোহন লালপুর উপজেলা প্রতিনিধি –
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভায় পৌর আওয়ামীলীগের আয়োজনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১০শে জানুয়ারী-২৩)বিকেলে উপজেলার গোপালপুর পৌরসভা চত্তরে এ দিবসটি উপলক্ষে গোপালপুর পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলির সভাপতিত্বে এবং পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরশাদ হোসেন সাদির এর সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নাটোর -১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড.আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি,বারবার কারা নির্যাতিত নেতা,লালপুর উপজেলা আওয়ামী লীগের নিবেদিত প্রাণ,মুজিব আদর্শের অকুতোভয় যোদ্ধা আফতাব হোসেন ঝুলফু,দয়ারামপুর ইউপি চেয়ারম্যান মাহাবুর রহমান মিঠু,লালপুর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভীন আক্তার বানু।
এ ছাড়াও বক্তব্য রাখেন, লালপুর উপজেলার কৃষক লীগের সাধারণ সম্পাদক রফিকুল বাশার,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরশাদ হোসেন সাদির,সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেন সরল,প্রচার সম্পাদক নাহারুল ইসলাম, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র মোয়াজ্জেম হোসেন,পৌর যুবলীগের সভাপতি নাজমুল হোসেন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে লালপুর উপজেলার আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
মেহেরুল ইসলাম মোহন
লালপুর উপজেলা প্রতিনিধি
১০/০১/২৩
০১৭৭৭-০৯৩১১৬