নারায়ণগঞ্জে স্পিনিং মিল ও কেমিক্যাল কারখানায় অগ্নিকান্ড ॥ বিপুল পরিমাণ ক্ষতির ঘটনা ঘটে।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ-আড়াইহাজার সড়কের পাশে অবস্থিত
নান্নু স্পিনিং মিল ও এইচপি রাসায়নিক কারখানায় গতকাল
২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর পৌনে একটায় ভয়াবহ
অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে হতাহতের ঘটনা নেই।
নারায়ণগঞ্জের হাজীগঞ্জ, আদমজী, আড়াইহাজার, নরসিংদীর
মাধবদী, ঢাকার ডেমরা ও রূপগঞ্জের কাঞ্চনের ফায়ার সার্ভিসের
২১ ইউনিটের কর্মীরা একযোগে পৃথক দুই কারখানায় ৪ ঘণ্টা
চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, গতকাল ২৮ ফেব্রুয়ারি
মঙ্গলবার দুপুর পৌনে একটায় রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল
ইউনিয়নের ডহরগাঁও এলাকার সুতার কারখানা নান্নু
স্পিনিং মিলে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যেই আগুন
মিলের বিভিন্ন বিভাগে ছড়িয়ে পড়ে। আগুনে মিলের
কাঁচামাল, সুতা ও উৎপাদিত পণ্য ভস্মীভুত হয়। খবর পেয়ে ফায়ার
সার্ভিসের ৯ ইউনিটের কর্মীরা মিলের কর্মকর্তা, কর্মচারী
ও স্থানীয় লোকজনের সহযোগিতায় বিকেল ৫টার দিকে আগুন
নিয়ন্ত্রণে আনে। কারখানার গুদামের তুলার ডে-ডাউন থেকে
আগুনের সূত্রপাত ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। রূপগঞ্জ
উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক ও নারায়ণগঞ্জ
শিল্পপুলিশের সহকারী পুলিশ সুপার আজিজুল হক ঘটনাস্থল
পরিদর্শন করেন।
অপরদিকে রূপগঞ্জের সীমানাবর্তী আড়াইহাজার উপজেলার
দুপ্তারা ইউনিয়নের তিনগাঁও এলাকার রাসায়নিক কারখানা
এইচপি কেমিক্যাল ফ্যাক্টরিতে প্রায় একই সময় আগুনের
সূত্রপাত ঘটে। কারখানায় রাসায়নিক পদার্থ থাকায় মূহুর্তের
মধ্যেই আগুন মিলের বিভিন্ন বিভাগে ছড়িয়ে পড়ে। আগুনে
কারখানার মালামাল, রাসায়নিক পদার্থ ভস্মীভুত হয়। খবর পেয়ে
ফায়ার সার্ভিসের ১২ ইউনিটের কর্মীরা বিকেল ৫টার দিকে
আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এইচপি কেমিক্যাল ফ্যাক্টরি বন্ধ
থাকায় হতাহতের ঘটনা নেই বলে এলাকাবাসী মনে করছে।
ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ল্যাফটেনেন্ট কর্ণেল
তাজুল ইসলাম বিকেল ৬টায় বলেন, এইচপি কেমিক্যাল
কারখানায় রাসায়নিক পদার্থ থাকায় আগুনের তেজস্ক্রিয়তা
ছিল বেশি। সেকারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।
ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের কর্মীরা ৪ ঘণ্টায় আগুন
নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেন
বলেন, নান্নু স্পিনিং মিল ও এইচপি কেমিক্যাল ফ্যাক্টরিতে
আগুনের ঘটনায় হতাহতের ঘটনা নেই। তবে এইচপি কেমিক্যাল
কারখানা গতকাল ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বন্ধ ছিল।
তাং-২৮-০২-২০২৩ ইং
মোঃ শাহিন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি