আব্দুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধিঃ-
ফেসবুকে পেইজ করে ইচ্ছে মত একটা টিভির নাম দিয়ে সুন্দরী মেয়েদের দিয়ে সংবাদ পাঠ করে, প্রতিনিধি নিয়োগ, টাকা দিলেই মিলছে ভুয়া আইডি কার্ড,এই সমস্ত ভুয়া টিভির কার্ড নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে হাজারো অবৈধ ভুয়া সাংবাদিক যা দেখার কেউ নেই।এই সমস্ত ভুয়া সাংবাদিকদের কারণেই মূল ধারার সাংবাদিকদের বিপদে পড়তে হচ্ছে, সাংবাদিক পরিচয় দেয়া এখন লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে কয়েকজন গনমাধ্যম কর্মী বলেন ফেসবুক পেইজ করে দেশের বিভিন্ন চিত্র যে কেউ তুলে ধরতে পারেন,তবে কোন আইপি টিভির নিবন্ধন থাকলেও সরকারীভাবে আইপি টিভিতে নিউজ করার অনুমতি দেয়া হয় নি। যেখানে নিবন্ধন থাকলেও আইপি টিভিতে নিউজ করার অনুমতি নেই সেখানে নিবন্ধনহীন ভুয়া ফেসবুক টিভির প্রশ্ন আসে না। গনমাধ্যম কর্মীরা আরো বলেন ST bangla tv.bd এর মত ভুয়া টিভিতে ভরে গেছে , এদের কাছে টাকা দিলেই মিলছে অবৈধ কার্ড,এই সমস্ত ভুয়া কার্ড নিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে কোর্ট আদালত থানায় দাপিয়ে বেড়াচ্ছে যা দেখার কেউ নেই।
এদের কে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। সাথে সাথে প্রশাসনের কাছে আমাদের দাবি যে কেউ সাংবাদিক পরিচয় দিলে যাচাই বাছাই করা হোক যদি ভুয়া টিভির বা ভুয়া পত্রিকার কার্ড কোন সাংবাদিকের কাছে পাওয়া যায়, তবে টিভি পত্রিকার সম্পাদক এবং সাংবাদিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হোক। এবিষয়ে এস টি বাংলা টিভি পেইজে দেয়া ০১৬২১-৫১৮৩২২ এই নাম্বারে ফোন করলে তিনি বলেন আমরা কাজ করছি করে যাব আপনার কিসের সমস্যা, আপনার ক্ষমতা থাকলে এস টি বন্ধ করে দেখান।