নীলফামারী জেলা পরিষদ নির্বাচন আগামী ১৭ই অক্টোবর
মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি-
মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি-
সারা দেশে জেলা পরষিদ নির্বাচনের তফসিল ঘোষণা করছে নির্বাচন কমিশন। ঘোষতি তফসিল অনুযায়ী আগামী ১৭ই অক্টোবর দেশের ৬১টি জেলা পরষিদ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থীরা মাঠ মাঠে বেড়াচ্ছেন ভোটারদের নিকট ভোটের চাইতে। তারা নানাভাবে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। প্রার্থীদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রার্থীরা নির্বাচিত হলে গ্রামীন জনপদকে শহরে রুপান্তরিত করতে কাজ করবেন বলে আশ্বস্ত করেছেন ভোটারদের। প্রার্থীরা বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিজেদেরে পক্ষে ভোট প্রার্থনা করছেন। এরই মধ্যে প্রার্থীরা প্রতিটি উপজেলায় গণসংযোগ শেষ করেছেন। এখানে দু-একজন ভোটার কথা বললেও অধকিাংশ ভোটার রয়েছে নীরব। তারা তাদের পছন্দমত নির্বাচিত প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবেন। তবে প্রকাশ্যে কিছু বলছে না। জানা গেছে উপজেলা পরিষদ নির্বাচনে জেলার ছয়টি উপজেলাকে ছয়টি ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে। ছয়টি উপজেলা পরিষদের আশপাশে নিরাপদ স্থানে ভোট কেন্দ্র স্থাপন করা হবে। এ জেলায় সর্বমোট ভোটার ৮৫৮ জন এর মধ্যে পুরুষ ৬৫৩ জন এবং নারী ভোটার রয়েছে ২০৫ জন। একজন চেয়ারম্যান, ছয়জন সাধারন সদস্য এবং দুইজন সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য নিয়ে এবারের জেলা পরষিদ গঠিত হবে। ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহন করা হবে। জেলা পরষিদ নির্বাচনে চেয়ারম্যান পদে ০২ জন, ছয়টি সাধারন সদস্য পদে ২১ জন ও দুইটি সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদন্ধিতা করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে বর্তমান প্রশাসক স্বতন্ত্র প্রার্থী ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন (মোটরসাইকেল) প্রতীক পদে এবং আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জেলা পরষিদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধার সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক (আনারস) প্রতীক নিয়ে প্রতিদন্ধিতা করেছেন। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম সংবাদকর্মীদের উদ্দেশ্যে বলেন কোন প্রকার অনিয়ম মেনে নেওয়া হবে না। নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়াও প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
Attachments area